পুরোপুরি বিক্রির লাইনে ভারতীয় রেল: মিশে যাচ্ছে ৭টি সংস্থা, ৩ লক্ষ কর্মচারীর বদলে চুক্তিবদ্ধ শ্রমিক
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ভারতীয় রেলকে সম্পূর্ণ ভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য দ্রুত প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। রেলওয়ে বোর্ডে আমূল পরিবর্তন ঘটানো হচ্ছে এবং ৭টি সংস্থাকে মিলিয়ে একটি সংস্থা বানানো চলছে।
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদবকে তার পদ থেকে সরিয়ে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে বসানো হয়েছে। বোর্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া পদগুলির মধ্যে রয়েছে কর্মী বিষয়ক দফতর, ইঞ্জিনিয়ারিং এবং মেটেরিয়াল ম্যানেজমেন্ট। ওই পদগুলিতে আগামি দিনে কর্পোরেট কর্তাদের বসানো হবে বলে খবর।
আরও পড়ুন: ভারতীয় রেলে বেসরকারিকরণ: বেচারামদের গল্প কথা
স্টেশনগুলির বেসরকারিকরণ, ১৫১টি বেসরকারি ট্রেন চালু, পণ্য করিডোরে বেসরকারি সংস্থার অংশগ্রহণের পর এবার কোচ ও লোকোমোটিভ কারখানাগুলি বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় রেলের সাতটি সংস্থাকে মিশিয়ে একটি সংস্থা তৈরি করা হবে যাতে সেটির শেয়ারগুলি একবারে বিক্রি করে দেওয়া যায়।
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, বারাণসী ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, পাতিয়ালা ডিজেল লোক মডার্নাইজেশন ওয়ার্কস, চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি, বেঙ্গালুরু হুইল অ্যান্ড অ্যাক্সিল ফ্যাক্টরি এবং রায়বেরিলি মডার্ন রেল কোচ ফ্যাক্টরিকে একটি সংস্থায় মিলিয়ে দেওয়া হবে এবং শেষ অবধি সরকারএর যাবতীয় অংশীদারিত্ব বেচে দেওয়া হবে। বিভিন্ন এলাকার রেলের জমিগুলো দীর্ঘমেয়াদি লিজে দেওয়া হবে।
ব্যাপক কর্মী সংকোচনও করা হবে। ৩ লক্ষ পদ বাতিল হবে। বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী নিয়োগ বন্ধ করার ঘোষণা করা হবে। স্থায়ী কর্মীরা যে সব কাজ করতেন, সেগুলি এর পর থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের দিয়ে করানো হবে।
আশ্চর্য ব্যাপার হল, পরিস্থিতির আঁচ পেয়েও অধিকাংশ স্বীকৃত কর্মচারী ইউনিয়ন এখনও নীরব।