Home খবর ইরাকে দুই মার্কিন সেনাঘাঁটিতে ইরানের এক ডজন ক্ষেপণাস্ত্র হানা

ইরাকে দুই মার্কিন সেনাঘাঁটিতে ইরানের এক ডজন ক্ষেপণাস্ত্র হানা

ইরাকে দুই মার্কিন সেনাঘাঁটিতে ইরানের এক ডজন ক্ষেপণাস্ত্র হানা
0

পিপলস ম্যাগাজন ডেস্ক: ইরাকের ইরবিল ও আল আসাদের জোড়া মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। ভারতীয় সময় আজ ভোর সাড়ে তিনটের সময় এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে মার্কিন সামরিক ঘাঁটি দুটিতে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানির হত্যার জবাব দিতেই ওই হামলা চালানো হয়েছে। আমেরিকা জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির হিসেব করছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির ওপর নজর রাখছেন। যদিও ওই হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে মআমেরিকার সকল বন্ধু দেশকে হঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, “আমেরিকার যেসব বন্ধুরা তাঁদের ঘাঁটিগুলি আমেরিকাকে ব্যবহার করতে দিচ্ছে, তাদের আমরা সতর্ক করে দিচ্ছি, সেগুলি থেকে যদি ইরানের বিরুদ্ধে কোনো কার্যকলাপ শুরু হয়, তাহলে সেগুলিকেও আমরা আক্রমণ করব”।

ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ এক বিবৃতিতে জানিয়েছেন, আত্মরক্ষার্থেই এই আক্রমণ করেছে ইরান, কিন্তু তারা পরিস্থিতিকে যুদ্ধে দিকে এগিয়ে নিয়ে যেতে চান না।

অন্যদিকে ঘটনার পর টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ‘সব ঠিক আছে’। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির হিসেব এখনও করা হয়নি।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *