জেএনইউ-র হস্টেলে মুখোশধারী দুষ্কৃতীদের হামলা, ছাত্র সংসদের সভানেত্রী ঐশী সহ আহত বহু ছাত্র-শিক্ষক

পিপলস ম্যাগাজিন ডেস্ক: শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদী হামলার অভূতপূর্ব নিদর্শন তৈরি হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়-ক্যাম্পাসে ঢোকে জনা পঞ্চাশেক মুখোশধারী দুষ্কৃতী। তাদের সকলের হাতে ছিল লাঠি ও পাথর। একের পর এক হস্টেলে ভাঙচুর চালায় তারা। ছাত্রদের দিকে পাথর ছোঁড়ে। বাদ যানি শিক্ষকরাও।

এসবের মধ্যেই গুন্ডাদের একটি দল হস্টেলে ঢুকে বেদম পেটায় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ ও অন্যান্য পদাধিকারীদের। দেওয়ালে মাথা ঠুকে ঐশীর মাথা ফাটিয়ে দেয় তারা। গুরুতর আহত ঐশীকে এইমসে ভর্তি করা হয়েছে।
BREAKING NEWS from #JNU#Media, civil society people move quickly to Jawaharlal Nehru University in Delhi right now.
— Natasha Badhwar (@natashabadhwar) January 5, 2020
There are masked, armed persons entering hostels and attacking students.
Video of Aishe Ghosh, President, JNUSU injured in attack. pic.twitter.com/JmAKobWRji
দীর্ঘদিন ধরেই ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন চলছে জেএনইউ-তে। তার সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে সিএএ বিরোধী আন্দোলন। স্বাভাবিক ভাবেই অভিযোগের তির আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র গুন্ডাদের দিকে। যদিও এবিভিপির তরফে ঘটনার দায় অস্বীকার করা হয়েছে।
জেএনইউতে মহিলা হোস্টেলে বর্বর এভিবিপি গুন্ডাদের আক্রমণফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ফ্যাসিস্ট কায়দায় আঘাত হিন্দুত্ববাদের, পুলিশের মদতে এভিবিপি গুন্ডারা মুখ ঢেকে তান্ডব চালালো ক্যাম্পাসে। রক্তাক্ত ছাত্রছাত্রীরা, জেএনইউএসইউ সম্পাদক ঐশি ঘোষের মাথা ফাটলো আজ, ৫ই জানুয়ারি, ২০১৯।
Peoples magazine द्वारा इस दिन पोस्ट की गई रविवार, 5 जनवरी 2020
গত বছর এবিভিপি-কে হারিয়ে ছাত্র সংসদ দখল করেছিল বামপন্থীরা।