‘লড়াই শেষ হয়নি’, তৃতীয় সপ্তাহেও চিলির পথে মিছিল, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ
পিপলস ম্যাগাজিন ডেস্ক: তৃতীয় সপ্তাহে পড়ল চিলির আন্দোলন। সোমবার চিলির রাস্তায় নেমে পড়েছিল হাজার দশেক মানুষ। স্লোগান, ‘দিস ইজ নট ওভার’। গত সপ্তাহে সান্তিয়াগো যে বিশাল মানুষের মিছিল দেখেছে, এদিনের মিছিল তার চেয়ে ছোটো হলেও তার মেজাজ ছিল যথেষ্ট জঙ্গি। কিছুদূর যাওয়ার পর রায়ট পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে জনতার।
দু সপ্তাহ আগে যখন আন্দোলন শুরু হয়, তখন পুলিশ দিয়ে তা দমন করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট পিনেরা। তা ব্যুমেরাং হয়ে যায়। গত সপ্তাহে ঐতিহাসিক মিছিল দেখে সান্তিয়াগো। পথে নেমে পড়েছিলেন ১০ লক্ষ মানুষ। চাপে পড়ে বেতন বৃদ্ধির মতো কয়েকটি দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করেন পিনেরা। তিনি বাদে মন্ত্রিসভার বাকি সদস্যরা পদত্যাগ করেন। কিন্তু তাতে শান্ত হয়নি চিলির মানুষ।নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, কম বেতন ও পেনশন, ধনী-গরিবের ফারাক বেড়ে যাওয়ার বিরুদ্ধে তাদের সংগ্রাম চলতেই থাকে। পিনেরার সঙ্গে বিরোধী দলের নেতাদের বৈঠক ব্যর্থ হয়। বিরোধী নেতারা বলেন, পিনেরা এমন কিছুই করতে চাইছেন না, যাতে জনতা শান্ত হতে পারে।
আরও পড়ুন: সরকারি হুমকি অগ্রাহ্য করে এগিয়ে চলেছে তেলেঙ্গনার পরিবহণ শ্রমিকদের ঐতিহাসিক ধর্মঘট
এই পরিস্থিতিতে নতুন সংবিধানের দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ। বর্তমানে যে সংবিধান চিলিতে রয়েছে, তা আগস্ট পিনোশের সামরিক শাসনের জমানায় তৈরি(১৯৭৩-১৯৯০)। গত রবিবারের একটি সমীক্ষায় দেখা গেছে, ৮৭ শতাংশ মানুষ সাংবিধানিক সংস্কারের পক্ষে।