তখন ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। বিদ্যুত আসেনি। অপেক্ষার বাঁধ ভেঙেছে মানুষের। তারা পথ অবরোধ করেছেন। কাছেই দাঁড়ানো পরিচিত রিক্সাচালকের সঙ্গে কথা বলছিলাম। বললেন, ‘বেশ হয়েছে’। কেন তাঁর এহেন প্রতিক্রিয়া? জিজ্ঞাসা করতে জানা গেল, পথ অবরোধ কর্মসূচির নেতৃস্থানীয় দু’জনের একজন লকডাউনের দ্বিতীয় দিন রিক্সা নিয়ে বেরনোর জন্য তাঁর রিক্সার একটি চাকার হাওয়া খুলে দিয়েছিলেন। অন্যজন পাশে […]
গরিবরা যা পেটের টানে ভাঙে আর মধ্যবিত্ত বিদ্যুতের দাবিতে, তাকেই বলে লকডাউন
0