Home খবর ছাত্র আন্দোলনের জেরে পাকিস্তানে ইউনিয়নে নিষেধাজ্ঞা তোলার ঘোষণা, সঙ্গে রাজদ্রোহের মামলাও

ছাত্র আন্দোলনের জেরে পাকিস্তানে ইউনিয়নে নিষেধাজ্ঞা তোলার ঘোষণা, সঙ্গে রাজদ্রোহের মামলাও

ছাত্র আন্দোলনের জেরে পাকিস্তানে ইউনিয়নে নিষেধাজ্ঞা তোলার ঘোষণা, সঙ্গে রাজদ্রোহের মামলাও
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২৯ নভেম্বরের দেশ জুড়ে মিছিল করেছিলেন পাকিস্তানের বামপন্থী ছাত্ররা। লাল পতাকা হাতে দেশের পঞ্চাশটি শহরে পড়ুয়াদের মিছিল নজর কেড়ে নেয় গোটা দুনিয়ার। কারণ এ দৃশ্য পাকিস্তানে বহুদিন দেখা যায়নি। পড়ুয়াদের অনেক দাবির মধ্যে প্রধান দাবি ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়ন করার অধিকার ফিরিয়ে দিতে হবে। ১৯৮৪ সালে সেই অধিকার কেড়ে নিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া উল হক।

আন্দোলনের একদিন পরেই পুলিশ জানায়, একটি মিছিল থেকে সামরিক বাহিনীর বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়েছে। তাই সেই মিছিলে উপস্থিত ২৫০-৩০০ জন পড়ুয়ার বিরুদ্ধে রাজদ্রোহের মামলা করা হয়েছে। ওই ছাত্রদের গ্রেফতার করা হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছাত্রদের ওপর থেকে সব মামলা তুলে নেওয়ার দাবি জানায় পাশাপাশি তারা বলে, ২৯ নভেম্বরের মিছিল থেকে যেসব ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে।

পুলিশের মামলা করার ঘোষণার কয়েক ঘণ্টা পরই চমক দেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি একটি টুইটে বলেন, ১৯৮৪ যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তিনি তুলে দেবেন। অর্থাৎ পড়ুয়াদের ইউনিয়ন করার অধিকার মিলবে। সিন্ধ প্রদগেশের সরকারও ছাত্রদের দাবি মেনে ইউনিয়নের অধিকার দেওয়ার কথা ঘোষণা করেছে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *