জাহাজে ইজরায়েলের অস্ত্র বোঝাই করতে অস্বীকার করল ইতালির শ্রমিকরা
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ইতালির লিভর্নো প্রদেশের তুসকান শহর। সেখানেই নিভর্নো বন্দর। সেই বন্দরে একটি জাহাজে বোঝাই হওয়ার কথা ছিল বহু অস্ত্র ও বিস্ফোরকের। যারা বোঝাই করতেন, সেই শ্রমিকরা জানতে পারেন, সেগুলো সব যাচ্ছে ইজরায়েলে। যা ব্যবহার প্যালেস্তাইনিদের হত্যা করতে ব্যবহার করা হবে। তারপরই সে কাজ থেকে সরে দাঁড়ালেন তাঁরা।
শ্রমিক ইউনিয়নের বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্যালেস্তাইনিদের গণহত্যায় লিভর্নো বন্দর সাহায্য করবে না’।
দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ চলছে। তাতে এ পর্যন্ত ২০০-রও বেশি প্যালেস্তাইনি মারা গেছেন। তার মধ্যে প্রায় ১০০ জন মহিলা ও শিশু। আহত ১৩০০-রও বেশি। অন্যদিকে হামাসের ছোঁড়া রকেটে মৃত্যু হয়েছে ৮ জন ইজরায়েলির। এই সংগর্ষের জেরে প্যালেস্তাইনের কয়েকটি শহর প্রায় ধ্বংসের মুখোমুখি।
পৃথিবীর প্রথম সারির শক্তিধর দেশগুলি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ইজরায়েলের পক্ষ নিয়েছে। অন্যদিকে দুনিয়ার নানা দেশের গণতন্ত্রপ্রিয় ও প্রগতিশীল মানুষ প্যালেস্তাইনিদের পক্ষ নিয়েছেন।এই পরিস্থিতিতে লিভর্নো বন্দরের শ্রমিকদের এই ভূমিকা চাঞ্চল্য সৃষ্টি করেছে। ওই শ্রমিকরা প্যালেস্তাইনিদের লড়াইয়ের সমর্থনে তুসকান শহরে মিছিলও করেন।
যদিও লিভর্নো বন্দরের শ্রমিকরা অস্ত্র বোঝাই করতে অস্বীকার করলেও ইতালির অন্যান্য বন্দর থেকে অস্ত্র নিয়ে জাহাজটি ইজরায়েলের উদ্দেশে রওনা দিয়েছে।