আন্দোলনের চাপে নদিয়ায় পরিযায়ী শ্রমিকদের দাবি মানতে বাধ্য হল প্রশাসন
পিপলস ম্যাগাজিন ডেস্ক: লাগাতার আন্দোলনের চাপে পরিযায়ী শ্রমিকদের একগুচ্ছ দাবি মেনে নিতে বাধ্য হল নদিয়ার বেলপুকুর পঞ্চায়েত। ১০০ দিনের কাজ, নতুন জব কার্ড প্রভৃতি দাবি নিয়ে গত সপ্তাহে বিডিও-কে প্রায় চার ঘণ্টা ঘেরাও করেন শ্রমিকরা।
আরও পড়ুন: ভারভারা সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করল সিপিআই(এম), আন্তরিকতা নিয়ে উঠছে প্রশ্ন
সোমবার বেলপুকুর পঞ্চায়েত প্রধান লিখিত ভাবে শ্রমিকদের জানান, যে সব পরিযায়ী শ্রমিকদের জব কার্ড নেই , তাদের নতুন কার্ডের রেজিস্ট্রেশন করা হবে। যাদের নাম পরিবারের জব কার্ডের সঙ্গে সংযোজন করা দরকার তাদের নামগুলি সংযোজন করা হবে । পঞ্চায়েতের অধীন সমস্ত সংসদে নির্বাচিত সদস্যরা পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের ব্যবস্থা করবেন। এমপি ফান্ড, ডিএম ফান্ড থেকে আর্থিক প্যাকেজের জন্য উচ্চতর কর্তৃপক্ষের কাছে পঞ্চায়েত নিজেই আবেদন করবে।
লকডাউনের জেরে দেশজুড়ে গভীর সংকটে পড়েন পরিযায়ী শ্রমিকরা। বহু আন্দোলন, দুর্ঘটনায় মৃত্যুর পর জনমতের চাপে তাদের নিজ রাজ্যে ফেরানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যে পৌঁছেও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির অবহেলার শিকার হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে আন্দোলনের পথ বেছে নেন নদিয়ার শ্রমিকরা।