পিপলস ম্যাগাজিন ডেস্ক: ৮১ বছর বয়সি বিপ্লবী কবি ভারভারা রাওকে তালোজা জেল থেকে হাসপাতালে স্থানান্তরিত করার জন্য আবেদন জানিয়ে মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখলেন ১৪জন সাংসদ। ভিমা কোরেগাঁও মামলায় কারাবন্দি রয়েছেন অশীতিপর কবি। আগামী ২৬ জুন এনআইএ আদালতে অসুস্থতার জন্য ভারভারা রাওয়ের জামিনের আবেদনের শুনানি হবে।
আরও পড়ুন: কোভিড সামলানোয় সাম্রাজ্যবাদী ‘চিনা মডেলের সাফল্য’ আসলে অপপ্রচার, বলছে সে দেশের মাওবাদীরা
আবেদনকারী ১৪জন সাংসদের মধ্যে রয়েছেন কংগ্রেস, সিপিএম, সিপিআই, ডিএমকে, আরজেডি, তামিলনাড়ুর দলিত পার্টির ভিসিকে-র সদস্যরা। বেশিরভাগ সাংসদই তামিলনাডুর।
চিঠিতে সাংসদরা বলেছেন, ৮১ বছর বয়সি কবির স্বাস্থ্য নিয়ে তারা গভীর ভাবে উদ্বিগ্ন। কারণ তাঁর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। অন্যদিকে তিনি যে তালোজা কারাগারে রয়েছেন, সেখানে করোনার প্রকোপ যথেষ্ট। এমনকি করোনায় কয়েকজন বন্দির মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
চিঠিতে লেখা হয়েছে, “কবির পরিবারের থেকে আমরা জেনেছি, তিনি রোজই বমি করছেন। তিনি এতই দুর্বল যে টেলিফোনে তাঁর গলার আওয়াজ প্রায় শোনাই যাচ্ছে না”।
তাছাড়া চিকিৎসাধীন থাকা অবস্থাতেই অজ্ঞান হয়ে পড়ায়, তাতে সম্প্রতি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বলেও লেখা হয়েছে ওই চিঠিতে।
সাংসদদের মতে, ভারভারার যথাযথ চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা দরকার। জেলে যে চিকিৎসা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।
ওই চিঠিতে আর এক বন্দি অধ্যাপক জিএন সাইবাবার যথাযথ চিকিৎসার দাবিও করা হয়েছে।
এর আগে অশীতিপর কবির মুক্তি দাবি করে ভারতের রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিদেশের প্রায় ১০০ জন ও দেশের ৫০০ জন শিল্পী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ।