মোদি সরকারের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে কেন্দ্রেরই বেশ কিছু মন্ত্রক ও দফতর
পিপলস ম্যাগাজিন ডেস্ক: মোদি সরকারের বেসরকারিকরণ ও বিলগ্নিকরণ নীতির বিরোধিতা করছে কেন্দ্রীয় সরকাররেই বেশ কিছু মন্ত্রক ও দফতর। এমনই খবর পাওয়া গিয়েছে একটি রিপোর্টে। জানা গেছে, প্রতিরক্ষা, স্বাস্থ্য, কয়লা সহ বেশ কয়েকটি মন্ত্রক এবং পারমাণবিক শক্তি ও মহাকাশ বিভাগগুলিকে ‘রণনৈতিক’ ও ‘অরণনৈতিক’ এই দুভাগে বিভক্ত করা হবে। তারপর সেগুলির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।
ডিআইপিএএম-এর অধীনে অর্থ মন্ত্রক, ২০২০ সালের ২০ জুলাই একটি নোটের মাধ্যমে ৪৯টি মন্ত্রক ও বিভাগের কাছ থেকে এই বিষয় মতামত চেয়ে পাঠায়। একুশটি বিভাগ ও মন্ত্রক কোনও উল্লেখযোগ্য আপত্তি বা পর্যবেক্ষণ ছাড়াই এই পদক্ষেপকে সমর্থন করেছে। সাতটি বিভাগ কৌশলগত চিহ্নিত ক্ষেত্রগুলিতে তাদের অন্তর্ভুক্তি চেয়েছে, তিনটি বিভাগ শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে, দশটি বিভাগ পরামর্শ ও মতামত দিয়েছে ও অন্য সাতটি বিভাগ এই পদক্ষেপে অংশ নিতে চায়নি।
পারমাণবিক শক্তি বিভাগ তার চারটির সংস্থার মধ্যে দুটি তার নিয়ন্ত্রণেই রাখতে চেয়েছে ও তৃতীয় সংস্থার কিছুটা অংশ বিক্রি করার কথা জানিয়েছে। প্রহ্লাদ যোশীর নেতৃত্বাধীন কয়লা মন্ত্রক জানিয়েছে যে সিআইএল এবং এর সহায়ক সংস্থাগুলি বেসরকারিকরণ হবে না। কয়লা কৌশলগত বিভাগের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
প্রতিবেদনে এও বলা হয়েছে যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয় সহ বেশ কয়েকটি মন্ত্রক কৌশলগত তালিকায় নিজেদের রাখার ‘পরামর্শ’ দিয়েছে যদিও তারা ডিআইপিএমের খসড়া প্রস্তাবকে ‘নীতিগত’অনুমোদন দিয়েছেন।