নকশালবাড়ি: ইতিহাস ও বর্তমান, ভিডিও
দার্জিলিং জেলার ছোট্ট গ্রাম নকশালবাড়িতে তৈরি হওয়া স্ফূলিঙ্গ গোটা ভারতে কৃষিবিপ্লবী সংগ্রামের দাবানল তৈরি করে দিয়েছিল সেই ১৯৬৭ সালে। নানা বাঁকমোড় পেরিয়ে, শহিদদের রক্তবিন্দু মাখা পথ বেয়ে সেই সংগ্রাম আজ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কী ছিল নকশালবাড়ির সংগ্রামের প্রেক্ষাপট? কী তার রাজনৈতিক তাৎপর্য? অর্ধশতাব্দী পেরনো এক চলমান সংগ্রামের রূপরেখা তুলে ধরার চেষ্টা করল পিপলস ম্যাগাজিন।
আরও পড়ুন: গরিবরা যা পেটের টানে ভাঙে আর মধ্যবিত্ত বিদ্যুতের দাবিতে, তাকেই বলে লকডাউন
Post Views:
936
tags:
agrarian revolution axalbari charu mazumdar communism CPI(ML) new democratic revolution socialism