সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের মহান নেতা হো চি মিনের ১৩০ তম জন্মবর্ষপূর্তিতে শ্রদ্ধা, ভিডিও
গত শতকে দুই দশক জুড়ে দুনিয়ার মুক্তিকামী মানুষের কাছে সাম্রাজ্যবাদী বিরোধী সংগ্রামের প্রেরণা হয়ে উঠেছিল ভিয়েতনাম। সে দেশের নামের সঙ্গেই উচ্চারিত হতেন গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রেসিডেন্ট হো চি মিন। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের ইতিহাসে স্থায়ী আসন করে নিয়েছেন ভিয়েতনামের এই নেতা। ‘আঙ্কেল হো’-র ১৩০তম জন্মবর্ষপূর্তিতে আমাদের শ্রদ্ধার্ঘ্য।
আরও পড়ুন: জন্মের ২০২ তম বর্ষপূর্তিতে কার্ল মার্কসকে শ্রদ্ধা, ভিডিও
Post Views:
464