ডিজিটাল ছবি: শ্রমিকের রক্তবিন্দু বেয়ে…
কার্টুন বিভাগে আমরা প্রকাশ করছি ডিজিটাল ছবিও। ঘরে ফেরার পথে বিশ্রাম নিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ১৬জন শ্রমিকের মৃত্যুর ঘটনা স্বাধীন ভারতের ইতিহাসে লেখা থাকবে। শ্রমিকদের রক্তবিন্দু মাখা পথ ধরে জনগণের মুক্তির লড়াইকে শক্তিশালী করার দায়িত্ব মেহনতি জনতার।
Post Views:
444