‘যৌন পরিষেবা’ থেকে ‘নেটফ্লিক্সের চাঁদা’, সিএএ-র সমর্থনে মিসড কল বাড়াতে চেষ্টার কসুর করছে না বিজেপি
![‘যৌন পরিষেবা’ থেকে ‘নেটফ্লিক্সের চাঁদা’, সিএএ-র সমর্থনে মিসড কল বাড়াতে চেষ্টার কসুর করছে না বিজেপি](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/01/bjp-caa-cover.jpg)
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সংশোধিত নাগরিক আইন জনগণকে বোঝানোর জন্য দিন কয়েক আগেই সদগুরুর ভিডিও দেখার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্রী নরেন্দ্র মোদি। এবার আরও কয়েক ধাপ এগিয়ে গেল তারা।
দুদিন আগেই সিএএ-র প্রতি সমর্থন জানানোর জন্য নির্দিষ্ট একটি নম্বরে মিসড কল দিতে জনগণকে আহ্বান করেছিল বিজেপি। এই মর্মে টুইট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর বিজেপির বিভিন্ন রাজ্য শাখা, অন্যান্য় শাখা, সমর্থ-কর্মীরা সেই নম্বরটি টুইট করতে থাকেন।
কিন্তু এবার দেখা গেল ওই নম্বরে মিসড কল বাড়াতে অন্য নানা ফাঁদ পেতে রেখেছে ভারতীয় জনতা পার্টি। সোশাল মিডিয়ায় অসংখ্যা বিজ্ঞাপনে ওই একই ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে। কোথাও একা মহিলা সময় কাটানোর জন্য ফোন করতে বলে ওই নম্বর পোস্ট করছেন।
मैं सभी देशवासियों से अपील करता हूँ कि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा पाकिस्तान, बांग्लादेश और अफगानिस्तान से आए अल्पसंख्यकों को न्याय व अधिकार देने वाले CAA पर अपना समर्थन देने के लिए 8866288662 पर missed call दें।#IndiaSupportsCAA pic.twitter.com/BYPuoU2oIN
— Amit Shah (@AmitShah) January 3, 2020
কোথাও যৌন ব্যবসার জন্য ওই নম্বর ব্যবহার হচ্ছে।
I am bored, need to talk, plz give a call on 8866288662, I will give a call back to you. Let's chat over the phone!
— Prabhasini (@cinnabar_dust) January 4, 2020
কোথাও বা নেটফ্লিক্স সাবস্ক্রাইব করা জন্যও ওই নম্বর ব্যবহার করা হচ্ছে।
For Android users, just a missed call on 8866288662 will get you 4 years of free subscription of Netflix, Amazon Prime and Hotstar!
— Anjali Rao? (@mockingchika) January 4, 2020
No conditions apply*
এমনকি চাকরির বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত হচ্ছে- ৮৮৬৬২-৮৮৬৬২
![](https://peoplesmagazine.in/wp-content/uploads/2020/01/8.jpg)
যে কোনোটার জন্যই আপনি ফোন করুন না কেন, তা বিজেপি দেখাবে সংশোধিত নাগরিকত্বের প্রতি মানুষের সমর্থনের পরিমাণ হিসেবে।
ভুয়ো খবর ছড়ানোর জন্য বিজেপির আইটি সেল এমনিতেই কুখ্যাত। কিন্তু এই ধরনের কাঁচা ভুয়ো প্রচারের নিদর্শন এর আগে তেমন একটা দেখা য়ায়নি। তার ওপর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে।
বোঝাই যাচ্ছে সিএএ ও এনআরসি বিরোধী দেশ জোড়া গণ আন্দোলনে বেশ কোণঠাসা হয়ে পড়েছে নরেন্দ্র মোদির দল। নইলে এমন ধরনের কৌশল নেওয়ার প্রয়োজন হত না।