পিপলস ম্যাগাজিন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রয়োজন, অচেনা -কমচেনা মানুষের সঙ্গে অন্তত ১ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখা। দুনিয়ার মধ্যবিত্ত ও উত্ত মধ্যবিত্ত শিক্ষিত মানুষ সেই প্রয়োজনীয়তাকে সোশাল ডিসট্যান্সিং বা ‘সামাজিক দূরত্ব’ নামে চিহ্নিত করেছেন। ব্যক্তিকেন্দ্রিক ভোগবিলাসময় জীবনে অভ্যস্ত ওই শ্রেণি এমনিতেই সমাজের সঙ্গে দূরত্ব বজায় রেখে ছোটো গণ্ডিতে মেলামেশা করেন। তাদের সেই জীবনচর্যাই ছাপ […]
‘সামাজিক দূরত্ব’ তৈরি করে শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙা যাবে না, ছবির গ্যালারি
0