সৌম্য মণ্ডল কাশ্মীরি পন্ডিতদের অভিবাসনের ইস্যু ৯০-এর দশক থেকে উগ্র (অথবা নরম) হিন্দু জাতীয়তাবাদীদের অন্যতম প্রচারের ইস্যু হয়ে এসেছে। দক্ষিণপন্থীদের সমস্ত যুক্তি যখন অকেজো হয়ে যায়, তখন কাশ্মীরিদের আন্দোলনের বিরুদ্ধে অথবা ইসলামোফোবিয়া প্রচারের স্বার্থে টেনে আনা হয় কাশ্মীরি পন্ডিতদের ইস্যু। ১৯ জানুয়ারি শাহিনবাগে NRC-CAA বিরোধী অবস্থানে এসে চার জন কাশ্মীরি পন্ডিত প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ […]
দাঙ্গা নয়, শাসকদের সাম্প্রদায়িক ছকেই ঘরছাড়া হয়েছিলেন কাশ্মীরি পন্ডিতরা
0