ঐতিহাসিক দিনগুলিকে ইতিহাস বিচ্ছিন্ন করে রাখার চল আমাদের প্রচলিত ইতিহাস চর্চার মজ্জায় মজ্জায়। ঐতিহাসিক দিনের ঐতিহাসিক তাৎপর্যকে দিয়ে বর্তমান সংকটকে আমরা নির্দেশ করি বটে, তবে সেই সংকটটির ঐতিহাসিক ধারাকেই কখনও কখনও খুব সন্তর্পণে এড়িয়ে চলি, অস্বীকার করি। যেটি ক্ষতিকর; যেটি সমাধান বাতলায় না। বর্তমান সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ইতিহাস খানিক অস্বস্তিকর হলেও তার চর্চা […]
কংগ্রেস থেকে বিজেপি, বাজারের স্বার্থেই হিন্দির আগ্রাসন অন্যান্য ভাষার উপর
0