পিপলস ম্যাগাজিন ডেস্ক: সোমবার বেতন বাড়ানোর দাবিতে গণপরিবহন দফতরের কর্মীদের এক বিশাল ধর্মঘটের সাক্ষী থাকল জার্মানি। বেতনবৃদ্ধি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দরাদরি ব্যর্থ হওয়ায় দুটি শ্রমিক সংগঠন যৌথ ভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছিল। এর ফলে বিভিন্ন বিমানবন্দর মিলিয়ে জার্মানিতে ২৩০০ উড়ান বাতিল হয়। আটকে যান ৩ লক্ষ যাত্রী। স্তব্ধ হয়ে যায় জার্মানি। Flights cancelled at empty […]
বেতন বাড়ানোর দাবিতে জার্মানিতে পরিবহন কর্মীদের ঐতিহাসিক ধর্মঘট, বাতিল ২৩০০ উড়ান
0