একটা ধর্ষণ। মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন সারা দেশ তোলপাড়, তখন চারটে হত্যা। যাঁরা মারা গেলেন, আইনি পরিভাষায় তাদের বলে ‘অভিযুক্ত’। অর্থাৎ তদন্তকারী পুলিশের মনে হয়েছে এরাই অপরাধটা করেছে। কোর্টে সেই সব প্রমাণ খতিয়ে দেখেন বিচারক। প্রমাণের ভিত্তিতে বিচারক রায় দেন এবং অপরাধের মাত্রা অনুযায়ী আইনের নির্দিষ্ট ধারা মেনে শাস্তি দেন। সভ্য দেশে নিয়ম এটাই। বিচার […]
তেলেঙ্গনার হত্যাকাণ্ডকে যারা সমর্থন করছেন, তারা সত্যটা দেখতে পারছেন না
0