পিপলস ম্যাগাজিন ডেস্ক: সিপিসিএল-তামিলনাড়ু (সেন্টার ফর প্রোটেকশন অফ সিভিল লিবার্টিস)-এর সদস্য ডঃ চিন্না দীনেশকে শুক্রবার তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে গ্রেফতার করল কেরলের সন্ত্রাসবিরোধী স্কোয়াড। কেরল থেকে আসা ১০ জনের দলটি প্রথমে কোয়েম্বাটরের বিভিন্ন এলাকায় অন্য দুই ব্যক্তির খোঁজে তল্লাশি চালায়,তারপর এরাআয়েরপালায়মের থাডগাম রোডে একটি হাসপাতালে তল্লাশি চালায়। ডঃ দীনেশকে সেই হাসপাতাল থেকে কর্মরত অবস্থায় গ্রেফতার করা […]
মাওবাদী অভিযোগে কেরল পুলিশের হাতে ধৃত তামিলনাড়ুর ডাক্তার
0