পিপলস ম্যাগাজিন ডেস্ক: ঝাড়খণ্ডের খুঁটি জেলাকে কেন্দ্র করে ২০১৬ সালে তৈরি হয় পাথালগড়ি আন্দোলন। ওই আন্দোলনে আদিবাসীরা বিভিন্ন গ্রামের সামনে পাথরের স্তম্ভ বসিয়ে সেখানে বাইরের লোকদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। দাবি তুলেছিলেন আদিবাসীদের সায়ত্তশাসনের। তাদের দাবির স্বপক্ষে দেশের সংবিধানে লিপিবদ্ধ আইনকে তুলে ধরেছিলেন। দীর্ঘ দু’বছর ওই আন্দোলন চলে। ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা পেরিয়ে তা পৌঁছে যায় অন্যান্য […]
গুজরাট থেকে গ্রেফতার পাথালগড়ি আন্দোলনের নেত্রী ববিতা কাছাপ, ‘নকশালপন্থী’ তকমা গুজরাট পুলিশের
0