‘মুসলমানে’র মতো দাড়ি বলে কলকাতার রাস্তায় প্রহৃত যুবক ও বান্ধবী, খবরের জেরে অভিযোগ নিল পুলিস, ভিডিও
গত শনিবার রাতে নাগের বাজারে মুন বারের সামনে একদল নীতি পুলিশের হাতে প্রহৃত হন জয়দীপ সেন ও তাঁর বান্ধবী লিজা গাঙ্গুলি। অভিযোগ ছিল, জয়দীপ মুসলমান হয়ে একজন ব্রাহ্মণ মেয়েকে ফুঁসলে নিয়ে যাচ্ছেন। জয়দীপের দাড়ি দেখে তাঁকে মুসলমান মনে করেছিলেন ওই সব নীতি পুলিশের দল। ৪৫ মিনিট হেনস্থা হওয়ার পর পুলিশ আসলেও কোনো লাভ হয়নি। বরং পুলিশ তাদের ভয় দেখায়, থানায় আটকে রাখে। পরবর্তীতে ঘটনাটি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন লিজা। পিপলস ম্যাগাজিন ও অন্যান্য গণমাধ্যম সংবাদটি প্রকাশ করে। নড়েচড়ে বসে প্রশাসন। দমদম থানার ওসি বুধবার তাঁদের ডেকে অভিযোগ নেন।সঙ্গে ছিলেন যুবক-যুবতীর পরিজন, বন্ধু ও মানবাধিকার সংগঠন এপিডিআরের সদস্যরা। অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন দমদম থানার ওসি সুবীর দত্ত। অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি। জয়দীপের মুখ থেকে শুনুন শনিবারের ঘটনাটি।
দেখুন: শ্রমজীবী মানুষকে দাস বানাতেই এনআরসি করতে চায় রাষ্ট্র: লেখক ও চিত্র পরিচালক পার্থপ্রতিম মৈত্র