১৫ দিনে হন্ডা শ্রমিকদের ধরনা, চুক্তিবদ্ধ শ্রমিকরা নেতৃত্বে, স্থায়ীরা সক্রিয় সমর্থনে
পিপলস ম্যাগাজিন ডেস্ক: হরিয়ানার মানেসরে হন্ডা কারখানার শ্রমিকদের ধরনা ১৫ দিনে পড়ল। ধরনায় রয়েছেন ২৫০০ চুক্তিবদ্ধ শ্রমিক ও ১৯০০ স্থায়ী শ্রমিক। দু চাকার গাড়ির চাহিদা কমে যাওয়ার অজুহাতে কারখানা কর্তৃপক্ষ গত আগস্ট মাস থেকে ৭০০ জন চুক্তিবদ্ধ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। নভেম্বরের মাসের শুরুতে ২০০ জনকে ছাঁটাই করা হয়। তারপর থেকেই ধরনায় বসেন চুক্তিবদ্ধ শ্রমিকরা।
আরও দেখুন: বিশ্বভারতীতে সিআইএসএফ নিয়োগ কি অনুমোদন করতেন রবীন্দ্রনাথ? ভিডিও
তার দুদিনের মধ্যেই কর্তৃপক্ষ কারখানায় উৎপাদন বন্ধ করে দেন। চুক্তিবদ্ধ শ্রমিকদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ১৯০০ জন স্থায়ী শ্রমিকও। এতদিন ১৫০০ জন চুক্তিবদ্ধ শ্রমিক কারখানার মধ্যেই ধরনা দিচ্ছিলেন। ইউনিয়ন ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনাও চলছিল। কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় আদালতে যায় কর্তৃপক্ষ। তারপর থেকে কারখানার বাইরের মাঠেই ধরনা চালাচ্ছেন ৪৫০০ শ্রমিক।
শ্রমিকদের দাবি, সকল ছাঁটাই শ্রমিককে ফেরত নিতে হবে অথবা তারা যত বছর কাজ করেছেন, তা হিসেব করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি যারা দশ বছরের বেশি সময় চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করছেন, তাদের স্থায়ী করতে হবে। হরিয়ানার শ্রম দফতর দুই পক্ষের মধ্যে আলোচনা করে মধ্যস্থতা করার চেষ্টা চালাচ্ছে।
তবে এই শ্রমিক আন্দোলন থেকে একটি নতুন দিক উঠে এসেছে। তা হল, নেতৃত্বে উঠে এসেছেন অস্থায়ী শ্রমিকরা। তাদের পাশে সক্রিয় ভাবে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছেন স্থায়ী শ্রমিকরা। শ্রমিক নেতাদের দাবি গুরুগ্রামে অন্যান্য করাখানাতেও খুব শিগগির বড়ো ধরনের শ্রমিক আন্দোলন গড়ে উঠবে। সেগুলোর নেতৃত্বেও থাকবেন অস্থায়ী শ্রমিকরা।