মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়া-বিপিসিএল বিক্রি করে দেবে কেন্দ্র: অর্থমন্ত্রী
পিপলস ম্যাগাজিন ডেস্ক: চলতি আর্থিক বছরের মধ্যেই এয়ার ইন্ডিয়া ও তেল শোধনকারী ও বিক্রয়কারী সংস্থা ভারত পেট্রোলিয়াম বিক্রি করে দেবে কেন্দ্রীয় সরকার। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ ব্যাপারে প্রয়োজনীয় যা যা করার তা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
এই দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে চলতি আর্থিক বছরে ১ লক্ষ কোটি টাকারও বেশি ঘরে তুলতে চায় কেন্দ্র। এ বছর রাজস্ব আদায় আশানুরূপ না হওয়ায় এ ভাবেই ঘাটতি মেটাতে চায় বিজেপি সরকার।
গত আর্থিক বছরেও এয়ার ইন্ডিয়া বিক্রির জন্য কোমর বেঁধে নেমেছিল কে্ন্দ্রীয় সরকার কিন্তু আন্তর্জাতিক লগ্নিগকারীরা নাকি উৎসাহ দেখাননি। কিন্তু এবার তারা খুবই উৎসাহ দেখাচ্ছেন। অনেকেই অবশ্য মনে করেন, কম উৎসাহ নয়, আসলে লোকসভা ভোট ছিল বলেই গত বছর এয়ার ইন্ডিয়া বেচে দেওয়ার ঝুঁকি নেয়নি কেন্দ্র।
সীতারামনের দাবি, আর্থিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। বড়ো শিল্পের মালিকরা নতুন করে বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছেন। পাশাপাশি উপভোক্তারাও আরও বেশি ব্যয় করতে চাইছেন। উৎসবের মরশুমে ১.৮ লক্ষ কোটি টাকা ঋণের অনুরোধ প্য়েছে ব্যাঙ্কগুলি। যদিও একদিন আগেই কেন্দ্রীয় সরকারের রিপোর্ট সামনে এসেছে, যেখানে উপভোক্তাদের ব্যয় ব্যাপক ভাবে কমে যাওয়ার তথ্য সামনে এসেছে। কেন্দ্র অবশ্য বলেছে ওই সমীক্ষার তথ্য ভুল।