Home খবর অত্যাচারের ন’দিন পর পঞ্জাবে মৃত দলিত নির্মাণকর্মী

অত্যাচারের ন’দিন পর পঞ্জাবে মৃত দলিত নির্মাণকর্মী

অত্যাচারের ন’দিন পর পঞ্জাবে মৃত দলিত নির্মাণকর্মী
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২১ সেপ্টেম্বর ছোটো একটি গোলমাল হয়েছিল। তারপর সেটা মিটেও যায়। রাগ পুষে রেখেছিল উচ্চবর্ণের চার ব্যক্তি। গত ৭ নভেম্বর পঞ্জাবের সাংরুর জেলার দলিত নির্মাণকর্মী জগমাইল সিং-কে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে উচ্চবর্ণের চার ব্যক্তি। হাসপাতালে ন’দিন ভর্তি থাকার পর শনিবার ভোরে মৃত্যু হল জগমাইলের।

আরও পড়ুন: বিলগ্নিকরণের বিরুদ্ধে মোমবাতি মিছিল ১৩ হাজার এনটিপিসি কর্মীর

ঘটনার দিন জগমাইল অসুস্থ ছিল। তাঁর চিকিৎসা করানোর কথা বলে তুলে নিয়ে যায় খুনিরা। একজনের বাড়িয়ে তাঁকে নিয়ে গিয়ে লোহার রড এবং লোহার বেড় দেওয়া বাঁশের লাঠি দিয়ে বেদম মারধর করে তারা। জগমাইল জল খেতে চাইলে তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়। এরপর তাকে চিকিৎসা করাতে নিয়ে যান গ্রামবাসীরা। চণ্ডীগড়ের পিজিআইএমইআরে নিয়ে যাওয়া হলে দেখা যায় দুটি পায়েই গ্যাংগ্রিন হয়ে গেছে। দুটি পাই কেটে বাদ দিতে হয়। শেষ পর্ষন্ত মাল্টি অর্গান ফেলিওরের ফলে এদিন মৃত্যু হয়েছে তার।

জগমাইলের অভিযোগের ভিত্তিতে চার ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে পঞ্জাবের দলিত সংগঠনগুলি। খুনিদের উপযুক্ত শাস্তি এবং মৃতের পরিবারের একজনের সরকারি চাকরির দাবি জানিয়েছে তারা।

ছবি সৌজন্য: হিন্দুস্তান টাইমস

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *