সিপিআই(মাওবাদী)দুনিয়ার ষষ্ঠ বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠন: মার্কিন রিপোর্ট
পিপলস ম্যাগাজিন ডেস্ক: চার থেকে ছয়ে নেমে গেল সিপিআই(মাওবাদী)। গত বছর মার্কিন স্বরাষ্ট্র দফতরের সন্ত্রাসবাদ সংক্রান্ত রিপোর্টে সিপিআই(মাওবাদী)-কে দুনিয়ার চতুর্থ বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করা হয়েছিল। এবার সেখান থেকে নামিয়ে ছয় নম্বর করে দেওয়া হয়েছে। শুক্রবারই এই রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: স্তালিনের পাহারাদার সেই মানুষটি, ভিডিও (দ্বিতীয় পর্ব)
২০১৮ সালের প্রেক্ষিতে তৈরি এই রিপোর্টে বলা হয়েছে, গত বছর ভারতের মাওবাদীরা ১৭৭টি সন্ত্রাসবাদী আক্রমণে ৩১১ জন মানুষ মেরেছে। যদিও ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৮ সালে মাওবাদীরা ৮৩৩টি হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে, তাতে মারা গেছে ২৪০ জন।
এই তালিকায় মাওবাদীদের আগে রয়েছে তালিবান(আফগানিস্তান), আই এস অথবা ইসলামিক স্টেট, আল শাহাব(আফ্রিকা), বোকো হারাম(আফ্রিকা) ও পঞ্চম স্থানে রয়েছে ফিলিপিনসের কমিউনিস্ট পার্টি।
এই রিপোর্টে ভারতে পৃথিবীর সন্ত্রাসবাদ-আক্রান্ত দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে। আফগানিস্তান, সিরিয়া ও ইরাকের পরে।
মার্কিন রিপোর্টে বলা হয়েছে, “গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে দুর্বলতার জন্য ভারতের কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থাগুলি ঠিক মতো কাজ করতে পারছে না”। এই কারণেই ভারত সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।