বিরোধিতা করল না সরকার, তবু জামিন মিলল না মাও যোগে ধৃত দুই সিপিএম কর্মীর
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সরকারি আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা করলেন না তবু জামিন মিলল না মাও-যোগে ধৃত কেরলের দুই সিপিএম কর্মীর। অভিযুক্তকে জামিন না দেওয়ার অধিকার আদালতের থাকলেও এমন ঘটনা খুব বেশি ঘটে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
গত শনিবার সুহেইব এবং ফজল নামে দুই সিপিএম কর্মীকে মাও যোগের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা করা হয়। সিপিএম সাধারণ ভাবে এই আইনকে দমনমূলক বলে মনে করে। তবু সেই দলের সরকার নিজেদের দলের কর্মীদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করায় সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন:ফিরে দেখা: স্বাধীন ভারতের কয়েকটি পুলিশ বিদ্রোহ
মঙ্গলবার কোঝিকোড় সেশন আদালতে জামিনের আবেদন জানান ধৃত দুজনের আইনজীবী। সরকারি আইনজীবী বলেন, সুহেইব ও ফজলের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা করার মতো যথেষ্ট প্রমাণ তদন্তকারী দলের রয়েছে। তবে তিনি জামিনের বিরোধিতা করেননি। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বলেন, সব প্রমাণই ভুয়ো। এই পরিস্থিতিতে রায়দান স্থগিত রাখেন বিচারক।
বুধবার অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে বিচারক বলেন, ইউএপিএ-র মতো গুরুতর আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের জামিন দেওয়া সম্ভব নয়।