ছত্তীসগঢ়ে রাষ্ট্র পরিচালিত গণহত্যা অভিযানের বিরুদ্ধে আসানসোলে প্রতিবাদ সভা
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ছত্তীসগঢ়ে মাওবাদীদের বিরুদ্ধে ‘অপারেশন কাগার’ (কোণঠাসা করার অভিযান) চালাচ্ছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী শাসকরা। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এই অভিযান তীব্র হয়েছে। এর লক্ষ্য জনগণে্র মাওবাদী বিরোধী অংশের ভোটকে হিন্দুত্ববাদীদের পক্ষে সংহত করা। আর এই কাজ করতে গিয়ে বৃহত্তর বস্তার অঞ্চলে বসবাসরত আদিবাসীদের ওপর একের পর এক গণহত্যা চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীগুলি।
মাওবাদীদের দমনের নামে সাধারণ মানুষের গণহত্যার বিরুদ্ধে ও সেখানে আদিবাসীদের উচ্ছেদ করে মাটির তলার সম্পদ লুটের বিরুদ্ধে শনিবার আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের ডাকে বিএনআর মোড়ে এক প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য রাখেন দলিত ও আদিবাসী মঞ্চের স্বপন দাস,মজদুর ক্রান্তি পরিষদের মানিক সমাদ্দার,এআইটিইউসির সোমনাথ চ্যাটার্জি,দুর্গাপুর গণ অধিকার মঞ্চের ইন্দ্রজিৎ মুখার্জি, সমাজকর্মী স্বপন পাড়িয়া, মানবাধিকার কর্মী বাবুয়া চৌধুরী। সংগীত পরিবেশন করেন উপেন্দরদা। সভায় উপস্থিত ছিলেন ডাঃ স্বাতী ঘোষ ও ইফটুর গৌতম দত্ত ও অধিকারের পক্ষে দুগাই মুর্মু। সভা পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।