Home খবর গত পাঁচ বছরে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের মধ্যে শীর্ষে গুজরাত: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
0

গত পাঁচ বছরে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের মধ্যে শীর্ষে গুজরাত: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

গত পাঁচ বছরে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের মধ্যে শীর্ষে গুজরাত: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২০১৭ থেকে ২০২২-এ দেশের সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে গুজরাতে। গত সপ্তাহে সংসদে এই তথ্য জানিয়েছে কেন্দ্র।

গত পাঁচ বছরে সে রাজ্যে মোট ৮০ জনের পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে। এই সময় কালে গোটা দেশে পুলিশি হেফাজতে মোট ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি কংগ্রেস সাংসদ ফুলো দেবী নেতামের করা এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান কেন্দ্রীয় স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

গত জুলাইতে সংসদে রাই জানিয়েছিলেন ২০২১-২২-এ দেশে মোট ২৫৪৪ জন বন্দির মৃত্যু হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে উত্তরপ্রদেশে (৫০১ জন)।

জাতীয় মানবাধিকার কমিশনের সংজ্ঞা অনুযায়ী, ‘বন্দিমৃত্যু’ বলতে শুধু অভিযুক্তদের বোঝায় না। সাক্ষীরাও এর মধ্যে থাকে, কারণ তাদেরও অনেক সময়ই বন্দি করা হয়ে থাকে।

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় গুজরাতের পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে পাঁচ বছরে ৭৬ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২৫ জনের।

 

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *