কার্ফু উঠলেও আর্থিক সংকট কাটার লক্ষণ নেই শ্রীলঙ্কায়, তীব্র হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি
পিপলস ম্যাগাজিন ডেস্ক: জ্বালানি, বিদ্যুৎ আর দুধের হাহাকারে ফুটছে গোটা দ্বীপরাষ্ট্র। চূড়ান্ত স্তরে পৌঁছেছে মূল্যবৃদ্ধি। সঙ্গে বেকারত্ব চরমে। সব মিলিয়ে সাধারণ মানুষের ক্ষোভ চরমে। তারই প্রকাশ দেখা গিয়েছিল বৃহস্পতিবার রাতে। রাজধানী কলোম্বোয় প্রায় ২০০০ মানুষ জঙ্গি মিছিল করে পৌছে যান রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের বাড়ির সামনে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে জনতার। ৫ জন পুলিশ আহত হন। গ্রেফতার হন পঞ্চাশেরও বেশি। উত্তেজিত জনতা দুটি সেনাবাহিনীর বাস জ্বালিয়ে দেন। কার্ফু জারি হয় কলোম্বোয়।
এখন গোটা দেশটি শাসন করছে রাজাপক্ষে পরিবার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তো বটেই এছাড়াও আরও তিনটি মন্ত্রকের দায়িত্বে রাজাপক্ষে পরিবার। স্বাভাবিক ভাবেই তাদের বিরুদ্ধেই মূল ক্ষোভ জনগণের। আজকাল সে দেশে দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদেশি মূদ্রার ভাণ্ডার তলানিতে ঠেকেছে। শুক্রবার কার্ফু উঠলেও, রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্ষোভ কমার কোনো লক্ষণ নেই।
অন্যদিকে গোটাবায়া বলেছেন, তিনি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্ট করছেন। বৃহস্পতিবারের বিক্ষোভকে ‘সংগঠিত চরমপন্থী’দের কাণ্ড বলে চিহ্নিত করেছেন তিনি।