Home অর্থনীতি কয়লা-খনি কেন্দ্রিক উন্নয়নকে রুখেই নিজভূমে বেঁচে থাকতে চায় দেউচার মানুষ, ভিডিও

কয়লা-খনি কেন্দ্রিক উন্নয়নকে রুখেই নিজভূমে বেঁচে থাকতে চায় দেউচার মানুষ, ভিডিও

কয়লা-খনি কেন্দ্রিক উন্নয়নকে রুখেই নিজভূমে বেঁচে থাকতে চায় দেউচার মানুষ, ভিডিও
1

বীরভূমের মহম্মদ বাজার ব্লকের দেউচা-পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি।  স্থানীয় মানুষ যেমন এই প্রকল্প ও তার সঙ্গে যুক্ত উচ্ছেদের বিরোধিতায় সরব হয়ে পথে নেমেছেন। তেমনই তাদের সমর্থনে নিয়মিত এলাকায় পৌঁছে যাচ্ছেন বিভিন্ন প্রগতিশীল-গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তি। সিঙ্গুর-নন্দীগ্রামের উচ্ছেদ বিরোধী আন্দোলনের জেরে ক্ষমতা হারানো সিপিএমও স্থানীয় আন্দোলনে পায়ের তলায় জমি তৈরির মরিয়া চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে কী বলছেন, সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাসরত আদিবাসীরা। জানতে গিয়েছিল পিপলস ম্যাগাজিন।

Share Now:

Comment(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *