Home খবর বেতন পাচ্ছেন না, সংবাদের মধ্যেই দর্শকদের জানিয়ে দিলেন সংবাদ পাঠক
1

বেতন পাচ্ছেন না, সংবাদের মধ্যেই দর্শকদের জানিয়ে দিলেন সংবাদ পাঠক

বেতন পাচ্ছেন না, সংবাদের মধ্যেই দর্শকদের জানিয়ে দিলেন সংবাদ পাঠক
1
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সংবাদ পড়তে পড়তেই বিস্ফোরণ ঘটালেন জাম্বিয়ার এক টেলিভিশন সংবাদ পাঠক। সংবাদের মধ্যেই তিনি দর্শকদের জানিয়ে দিলেন তিনি এবং তাঁর সহকর্মীরা বেতন পাচ্ছেন না।

জাম্বিয়ার কেবিএন চ্যানেলের সংবাদ পাঠক কাবিন্দা কালিমিনা শনিবার খবর পড়তে পড়ই বলে দেন তিনি এবং তাঁর সহকর্মীরা বেতন পাচ্ছেন না এবং দাবি করেন, ‘তাঁদের বেতন অবশ্যই দিতে হবে’।

স্বাভাবিক ভাবেই বুলেটিন পাঠ শুরু করেন কাবিন্দা। শিরোনামও বলেন। তারপরই তিনি হঠাৎ করে থেমে গিয়ে এই অভিযোগ করেন।

দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, “প্রিয় দর্শক, খবরের বাইরে আমরাও মানুষ, আমাদেরও বেতন দরকার হয়”।

“দুর্ভাগ্যবশতকেবিএনে আমরা কেউ বেতন পাচ্ছি না। আমিও পাচ্ছি না. আমাদের বেতন দিতেই হবে”।

কালিমিনা এ কথা বলার পরেই সরাসরি সংবাদ পাঠ বন্ধ হয়ে যায়। চ্যানেলে সংবাদ শুরুর মন্তাজ বাজতে থাকে। ফেসবুকে পোস্ট করে সংবাদ পাঠকের এই কাজের সমালোচনা করেন কেবিএনের সিইও।

তিনি লেখেন, কালিমিনা ‘মাতালের মতো আচরণ করেছেন’। এবং হুমকি দেন, চ্যানেল তদন্ত করে দেখবে, কীভাবে ‘একজন মাতাল আংশিক সময়ের সংবাদ পাঠক কীভাবে খবর পড়ার সুযোগ পেল’। এর সঙ্গে কারও জড়িত থাকার পর্মাণ পেলে, তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

যদিও তিনি মাতাল ছিলেন, এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কালিমিন্দা। তিনি প্রশ্ন তুলেছেন, মাতাল হলে ওই দিনই আরও তিনটি অনুষ্ঠান সঞ্চালনার সুযোগ তিনি পেতেন না।

তিনি বলেন, যেহেতু বেশির ভাগ সাংবাদিক নিজেদের সমস্যা বলতে ভয় পায়, তার মানে এই নয় যে তাদের মুখ খোলা উচিত না।

Share Now:

Comment(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *