লকডাউনের জের: বেকারত্ব বেড়েই চলেছে দেশে
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ভারতের বেশিরভাগ রাজ্য জুড়ে স্থানীয় লকডাউনের কারণে অর্থনৈতিক ক্রিয়াকলাপ অনেকটাই থমকে গেছে।ফলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার ।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) এর সাপ্তাহিক তথ্য থেকে জানা যায় যে বেকারত্বের হার টানা চতুর্থ সপ্তাহ ধরে উপরের দিকে উঠেছে এবং ২০২০ সালের জুন মাসের পর এটাই তার সর্বোচ্চ অবস্থান।
সিএমআইই জানিয়েছে যে ২৩ মে-তে শেষ হওয়া সপ্তাহে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭৩ শতাংশ। গ্রামীণ বেকারত্বের হার কিছুটা হ্রাস পাওয়া সত্ত্বেও সামগ্রিক বেকারত্বের হার বেড়েছে।
শহরাঞ্চলে, বেকারত্বের হার ২৩ মে পর্যন্ত ১৭.৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ১৪.৭ শতাংশ ছিল। বিপরীতে, গ্রামীণ বেকারত্বের হার আগের সপ্তাহে ১৪.৩ শতাংশ ছিল, যা এখন কমে ১৩.৫ শতাংশ হয়েছে।
ভারতের কোভিড -১৯ সংক্রমণ যদি কমতে থাকে তবে মে মাসের শেষের দিকে থেকে ধীরে ধীরে বেকারত্বের হার হ্রাস পেতে শুরু করতে পারে।
২০২২ অর্থবর্ষে ভারত যে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা দেখিয়েছিল, তা হবে না বলেই বিশেষজ্ঞদের মত। কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ে আর্থিক ক্ষতির য়ে পূর্বাভাস ছিল, ক্ষতি তার চেয়ে অনেকটাই বেশি হয়েছে। স্থানীয় লকডাউন ও চলাচলে বিধিনিষেধের কারণে ধাক্কা খেয়েছে ছোটো ও মাঝারি শিল্পও।