Home খবর কাশ্মীরে রাতের অন্ধকারে ছেলেকে টেনে নিয়ে গেল পুলিশ, হৃদরোগে মারা গেলেন মা
0

কাশ্মীরে রাতের অন্ধকারে ছেলেকে টেনে নিয়ে গেল পুলিশ, হৃদরোগে মারা গেলেন মা

কাশ্মীরে রাতের অন্ধকারে ছেলেকে টেনে নিয়ে গেল পুলিশ, হৃদরোগে মারা গেলেন মা
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: রাতের অন্ধকারে পুলিশ ছেলেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা জান ৬০ বছরের বৃদ্ধা মা। এমনটাই ঘটেছে কাশ্মীরের শ্রীনগরে।

খাজিদা তার পরিবারের সামনেই লুটিয়ে পড়েন, পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার। তার মেয়ে রুবিনা বলেন “রাতে শব্দে আমাদের ঘুম ভেঙে যায় এবং  বুঝতে পারি যে বাড়িতে বাহিনীর অভিযান চলছে। ওরা বলেছিল যে তারা আমার ভাইকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে”।

দৃষ্টি প্রতিবন্ধী রুবিনা অভিযানের সময় তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। রুবিনা বলেন সেই সময় তিনি হতবাক হয়ে গেলেও তার ভাই জাভেদকে নিয়ে যাওয়ার সময় তিনি বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেন, সেই সময় একজন পুলিশ অফিসার তাকে ধাক্কা মেরে ফেলে দেয়।

রুবিনা বলেন “আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি, আমরা বার বার পুলিশকে জিজ্ঞেশ করেছি কেন আমার ভাইকে নিয়ে যাচ্ছেন, কেন তারা মধ্যরাতে আমাদের বাড়িতে অভিযান চালিয়েছেন?”

মধ্যরাতে পুলিশি অভিযান কাশ্মীরে সাধারণ ব্যাপার, কয়েক বছর বিশেষ করে রাতে অভিযান চালিয়ে পুলিশ শত শত মানুষকে ধরে নিয়ে গেছে। এ শুধু শ্রীনগরে নয় গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে এই একই দৃশ্য দেখা যায়। কখনও কখনও সরাসরি ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের জনগণের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় গোটা এলাকার পুরুষদের ধরে নিয়ে যায় ও নারীদের নির্যাতনের শিকার হতে হয়।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *