Home খবর আড়াই বছর বন্দি জীবনের পর স্বাস্থ্যের কারণে বিপ্লবী কবি ভারাভারা রাওয়ের ছয় মাসের জামিন
0

আড়াই বছর বন্দি জীবনের পর স্বাস্থ্যের কারণে বিপ্লবী কবি ভারাভারা রাওয়ের ছয় মাসের জামিন

আড়াই বছর বন্দি জীবনের পর স্বাস্থ্যের কারণে বিপ্লবী কবি ভারাভারা রাওয়ের ছয় মাসের জামিন
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২০১৮ সালের আগস্ট থেকে এলগার পরিষদ – ভিমা কোরেগাঁও মামলায় বিচারাধীন বন্দি ৮১ বছরের কবি ভারাভারা রাওকে ভগ্নস্বাস্থ্যের জন্য ছয় মাসের জন্য জামিন মঞ্জুর করলো বম্বে হাইকোর্ট।

রায় ঘোষণার সময় কোর্ট বলে “আমরা এটা ভেবে দেখেছি যে এই অবস্থায় একজন বিচারাধীন বন্দিকে আবার জেলে পাঠানো অনুচিৎ। এই অবস্থায় তাকে জামিন না দিলে আমরা আমাদের সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী মানবাধিকার ও স্বাস্থ্যের অধিকার লঙ্ঘন করবো, যা আমরা করতে পারিনা।“

বিচারপতি এস এস শিন্ডে এবং মণীশ পাটেলের ডিভিশন বেঞ্চ বলেছে যে ছয় মাস পর ভারাভারা রাওকে নয় আত্মসমর্পণ করতে হবে অথবা তার জামিনের মেয়াদ বারাবার জন্য আবেদন করতে হবে। এই বেঞ্চ কিছু শর্ত আরোপ করে জানায় ভারাভারা তার জামিন প্রক্রিয়া সংক্রান্ত কোনও প্রকাশ্য বিবৃতি দিতে পারবেন না, এবং তার সহ-অভিযুক্তদের সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারবেন না। এ ছাড়াও রাওকে মুম্বইয়ের বিশেষ এনআইএ কোর্টের এক্তিয়ারভুক্ত এলাকায় থাকতে হবে।

এছারাও বাকি শর্ত অনুযায়ী ভারাভারাকে নিজের ও তার বাড়ির যোগাযোগ নম্বর দিয়ে রাখতে হবে কোর্টকে, তলব করলে অবশ্যই তাঁকে আদালতে আসতে হবে। অবশ্য তিনি তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারেন। ওয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে তাকে থানায় হাজিরা দিতে হবে।

এনআইএ ভারভারা রাওয়ের জামিন তিন সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন জানালে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *