Home খবর বেচুবাবু বিজেপির নীতিতে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা ৩০০ থেকে কমে হবে ২৪
0

বেচুবাবু বিজেপির নীতিতে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা ৩০০ থেকে কমে হবে ২৪

বেচুবাবু বিজেপির নীতিতে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা ৩০০ থেকে কমে হবে ২৪
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ভারত সরকারের নতুন বিলগ্নিকরণ নীতি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে পেশ হওয়া বাজেটটি একেবারে স্পষ্ট করে দিয়েছে যে এখানে কেবলমাত্র চারটি কৌশলগত ক্ষেত্র থাকবে এবং এই মূল বিভাগগুলিতে তিন বা চারটি সরকারি ক্ষেত্রের ইউনিট থাকবে।

অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে, সরকার সেই সমস্ত জায়গা থেকে সরে যাবে। ফলে দেশে সব মিলিয়ে  দুই ডজনেরও কম পিএসইউ থাকবে। এই ক্ষেত্রগুলির মধ্যে ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলি অন্তর্ভুক্ত থাকবে। পাবলিক এন্টারপ্রাইজ সমীক্ষা ২০১৮-১৯ অনুসারে,  ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩৪৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে ২৪৯টি চালু ছিল। বাকি ৮৬টি ছিল নির্মীয়মান এবং ১৩টি বন্ধ বা বন্ধ হওয়ার পথে।

শীর্ষস্থানীয় সরকারি সুত্র জানিয়েছে, কতগুলি সংস্থাকে বিক্রি করা হবে, তা নিতি আয়োগের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রীসভা ঠিক করবে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *