গর্ভপাতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফের উত্তাল পোল্যান্ড, পথে লাখো মানুষ
পিপলস ম্যাগাজিন ডেস্ক: হুবহু তিন মাস আগের ছবি। নভেম্বরের শুরুতেও একই রকম উত্তাল ছিল পোল্যান্ড। পথে নেমেছিলেন অন্তত ৪ লক্ষ মানুষ।
ক্ষমতাসীন দক্ষিণপন্থী সরকার সে দেশে গর্ভপাত নিষিদ্ধ ঘোষণা আবার উত্তাল পোল্যান্ড। গত ২৭ জানুয়ারি থেকে ওয়ারশ, ক্র্যাকাউ, লডজ, স্টেটিনের মতো বিভিন্ন শহরে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছেন। রাজধানী ওয়ারশ-তে বহু লোক ক্ষমতাসীন দলের প্রধান দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান।
আগে ধর্ষণ, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা অসুস্থ শিশুর ক্ষেত্রে গর্ভপাত আইনি ছিল সে দেশে। নতুন আইনে সে সব তুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ সব ক্ষেত্রে রাষ্ট্র দায়িত্ব নেবে। কড়া আইনের জন্য এতদিন পোল্যান্ডে বছরে ২ লক্ষ মহিলা বেআইনি ভাবে গর্ভপাত করাতেন, আইনি গর্ভপাতের সুযোগ পেতেন ১০০০ জন। বর্তমান আইনে বেআইনি গর্ভপাত আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
চলমান বিক্ষোভে বহু জায়গায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অনেককে জেলেও পোরা হয়েছে।