কৃষি আইন দেড় বছর স্থগিত রাখার কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কৃষকরা
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সংযুক্ত কিষাণ মোর্চার সকল নেতৃত্বের পূর্ণাঙ্গ বৈঠকের শেষে কেন্দ্র্রের প্রস্তাব বাতিল করলেন কৃষকরা। বুধবার কৃষি আইন দেড় বছর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল বিজেপি সরকার। মোর্চা জানিয়েছে, তিনটি কৃষি আইন বাতিল ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবি থেকে তারা সরছেন না।
এক বিবৃতিতে তারা আন্দোলনে এখনও অবধি মৃত ১৪৩জন কৃষককে শ্রদ্ধিা জানিয়ে বলেছে, “তাঁদের আত্মত্যাগ বৃথা যাবে না, এই তিনটি কৃষি আইন বাতিল না করে আমরা ফিরব না”।
কৃষক ইউনিয়নগুলি বলেছে, তারা প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির বাইরের রিং রোডে ট্র্যাক্টর মিছিল করবেন।
কৃষক নেতা যোগিন্দর এস. উগ্রহন বলেন, “সরকার কৃষি আইন বাতিল করার আগে তাদের কোনো প্রস্তাবই গ্রহণ করা হবে না। পরবর্তী বৈঠকে বলা হবে, আমাদের একটাই দাবি, আইন বাতিল কর এবং এমএসপি-র আইনি স্বীকৃতি দাও। এই সর্বসম্মত ভাবে নেওয়া হয়েছে”।
ইতিমধ্যে শীর্ষ আদালত এই তিনটি আইনে স্থগিতাদেশ দিয়ে আইনগুলি বিবেচনার জন্য একটি কমিটি গঠন করেছে। যদিও সেই কমিটি থেকে শুরুতেই একজন পদত্যাগ করেছেন। কৃষকদের অভিযোগ, কমিটির সদস্যরা সকলেই কৃষিতে কর্পোরেট সংস্থাগুলির পক্ষের লোক। নয়া কৃষি আইন কৃষিতে কর্পোরেট সংস্থার হস্তক্ষেপকে সুনিশ্চিত করে কৃষকদের স্বার্থ বিঘ্নিত করেছে বলেই দাবি কৃষকদের।