পিপলস ম্যাগাজিন ডেস্ক: নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের জেরে তিম মাস ধরে বন্ধ রিলায়েন্সের বেশ কয়েকটি খুচরো পণ্যের দোকান এবং ওয়ালমার্টের একটি বিশাল দোকান। এর ফলে দুই সংস্থার বেশ কয়েক কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে এ পর্যন্ত।
পঞ্জাবে কৃষকদের প্রবল বিক্ষোভের জেরে দোকানে ভাঙচুর হওয়ার ভয় পেয়ে বসে কর্তৃপক্ষের। তার জেরেই বেশ কিছু দোকান বন্ধ করে দিয়েছে রিলায়েন্স। জানা গিয়েছে কর্তৃপক্ষ ও কর্মচারীদের সূত্রে।
অক্টোবর মাস থেকে পঞ্জাবের ভাতিন্ডা জেলার রিলায়েন্সের ১০০টি দোকানের মধ্যে ৫০টি এবং ওয়ালমার্টের ৫০ হাজার স্কোয়ার ফুটের দোকানটি বন্ধ। সংস্থার একটি সূত্র থেকে জানা গিয়েছে, এতে ওয়ালমার্টের ইতিমধ্যেই প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে। রিলায়েন্সের ক্ষতিও প্রায় এর কাছাকাছি। দুই সংস্থার দোকানেই প্রচুর পণ্য পড়ে পড়ে নষ্ট হচ্ছে। পঞ্জাব সরকার জানিয়েছে, তারা নিরাপত্তা দিতে প্রস্তুত ছিল কিন্তু সংস্থাগুলির কর্তৃপক্ষ যদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের কিছু করার নেই। সংস্থাগুলির আতঙ্ক, অন্য রাজ্যগুলিতেও যদি বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তাহলে ক্ষতির বহর আরও বাড়বে।
ডিসেম্বর মাসে পঞ্জাবে রিলায়েন্সের প্রায় ২০০০ টেলিকম টাওয়ার এবং প্রচুর পেট্রোল পাম্পেও ধ্বংসলীলা চালান কৃষকরা।
তাদের আশঙ্কা কৃষি আইন লাগু হলে এই সব বৃহৎ খুচরো পণ্য ব্যবসায়ীরা এক সঙ্গে সস্তায় প্রচুর পণ্য কিনে নিয়ে কৃষকদের দরাদরির ক্ষমতা কমিয়ে দেবে। শুরুতে কিছু বেশি অর্থ দিলেও, বাজার ধরে নেওয়ার পর সস্তায় ফসল বেচতে বাধ্য করবে কৃষকদের। তাই তারা কৃষি আইন বাতিলের পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য বাধ্যতামূলক করারও দাবি তুলেছে। পাশাপাশি কৃষকরা মনে করেন বিজেপি সরকারের মূল মদতদাতা অম্বানি-আদানির মতো ব্যবসায়ীরা। সে জন্যই এই সব সংস্থার পণ্য বয়কটের ডাক তারা প্রথম থেকেই দিয়েছেন।