Home খবর ওষুধ, পোশাক, বই- মিলছে না কিছুই, নাগপুর জেলে অনশনের পথে জিএন সাইবাবা
0

ওষুধ, পোশাক, বই- মিলছে না কিছুই, নাগপুর জেলে অনশনের পথে জিএন সাইবাবা

ওষুধ, পোশাক, বই- মিলছে না কিছুই, নাগপুর জেলে অনশনের পথে জিএন সাইবাবা
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: শারীরিক ভাবে ৯০% অক্ষম তিনি। অধ্যাপক জিএন সাইবাবা ২০১৪ সাল থেকে বন্দি রয়েছেন নাগপুর সেন্ট্রাল জেলে। অভিযোগ তিনি নিষিদ্ধ সংগঠন সিপিআই(মাওবাদী)-র সঙ্গে যুক্ত। এর আগে বারবার অভিযোগ উঠেছে, তার প্রয়োজনীয় চিকিৎসা, সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে না জেল কর্তৃপক্ষ। ফের সামনে এসেছে তেমনই অভিযোগ। বন্দি হিসেবে তার বুনিয়াদি অধিকার তাঁকে দেওয়া হচ্ছে না বলে অনশনের পথে হাঁটতে চলেছেন তিনি।

অভিযোগ গত ১ মাস যাবত তাঁর কাছে ওষুধ, পোশাক, বইপত্র পৌঁছতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। আটকে দেওয়া হচ্ছে পরিবারের চিঠিও। স্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি পরিবার ও আইনজীবীর সঙ্গে দেখাও করতে দেওয়া হচ্ছে না। সাধারণত তাঁর আইনজীবীর মাধ্যমেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের কাছে প্রয়োজনীয় সামগ্রী পাঠায় তাঁর পরিবার। কিন্তু গত ২ বারই আইনজীবীর কাছে কোনো কিছু নিতে অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ। আইনজীবী জানিয়েছেন ২১ অক্টোবরের আগে আরও একবার তিনি সেগুলি দেওয়ার চেষ্টা করবেন।

দ্য কমিটি ফর দ্য ডিফেন্স অ্যান্ড রিলিজ অফ জিএন সাইবাবা এ বিষয়ে এদিন একটি প্রেস বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা নাগপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষকে সমস্যায় হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছে। পাশাপাশি সকল গণতান্ত্রিক সংগঠনকে এ বিষয়ে সরব হতে অনুরোধ করেছে তারা।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *