পিপলস ম্যাগাজিন ডেস্ক: সেপ্টেম্বর মাস জুড়ে ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিক শ্রেণি ও জনগণ শাসক শ্রেণির আক্রমণের বিরুদ্ধে বেশ কিছু প্রতিবাদ, বিক্ষোভ ও সংগ্রামে সামিল হয়েছেন। কমিউনিস্ট ও বিপ্লবী শক্তিগুলিও কিছু উদ্যোগ নিয়েছে। আমরা একটা সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করছি।
অস্ট্রিয়া
বুলগেরিয়ায় সংগ্রামী জনগণের সংহতিতে কর্মসূচি নেন অস্ট্রিয়ার রাজনৈতিক কর্মীরা। ১০ সেপ্টেম্বর মিছিল করে দুই বিপ্লবী নারী সংগঠন রেড উইমেন কমিটি লিন্জ এবং মোর-কোজল কোলিকটিফ। ১৯ সেপ্টেম্বর, অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ‘এই সঙ্কটের মূল্য আমরা চোকাবো না’ শিরোনামে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বুলগেরিয়া
১৭ সেপ্টেম্বর, দিমিত্রভগ্রাদে রাসায়নিক কারখানার সংগ্রামী শ্রমিকদের সমর্থনে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক ও নার্সরা জড়ো হন। তাদের স্লোগান ছিলঃ “ঐক্যবদ্ধ শ্রমিকদের পরাজিত করা যায় না! সংহতি আমাদের অস্ত্র!” বুলগেরিয়ার নার্সদের প্রতিবাদ তীব্র ও জোরদার হয়ে উঠছে! দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তারা প্রতিবাদ শিবির করে স্বাস্থ্য মন্ত্রকের সামনে অবস্থান চালিয়ে গেছে। এই প্রতিবাদে অংশ নিয়েছে বিভিন্ন শহর থেকে আসা নার্স, সহানুভূতিশীল এবং বিপ্লবী জনগণ।
ফ্রান্স
দীর্ঘ দিন পরে, হাজার হাজার ইয়েলো ভেষ্ট বিক্ষোভকারী আবার ১২ সেপ্টেম্বর ফ্রান্সের রাস্তায় নামে। সমাবেশে নিষেধাজ্ঞা এবং পুলিশি দমন সত্ত্বেও জনগণকে রাস্তায় নামা থেকে বিরত করা যায়নি।
জার্মানি
৫ সেপ্টেম্বর ব্রেমেন শহরে বিপ্লবীরা রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার ‘রটার আউফবাউ’-এর প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালন করে। ২৮ সেপ্টেম্বর বার্লিন এবং ফ্রাঙ্কফ্রুটে পেরুর মাওবাদী বিপ্লবী চেয়ারম্যান গঞ্জালোর বক্তৃতার ২৮ তম বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করে লিফলেট বিলি করে রাজনৈতিক কর্মীরা।
গ্যালিসিয়া-স্পেন
প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি পালন করে গ্যালিসিয়ার রাজনৈতিক কর্মীরা। কর্মসূচি নেওয়া হয় ভারতে রাজনৈতিক বন্দিদের সংহতিতেও।
ম্যাসিডোনিয়া
৯ সেপ্টেম্বর ম্যাসেডোনিয়ার রাজধানীতে অস্বাভাবিক বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে জড়ো হয় কয়েক হাজার মানুষ।
নরওয়ে
ফ্যাসিবাদী সংগঠন সিয়ানের কর্মসূচির পর একটি সফল পাল্টা-বিক্ষোভ প্রদর্শন করে বিপ্লবী জনগণ। ৭ সেপ্টেম্বর পুলিশ-কর্তৃক হত্যার বিরোধিতায় দেশের পাঁচটি পৃথক জায়গায় কর্মসূচি পালন করা হয়। ২০ সেপ্টেম্বর মজুরির সমস্যায় পূর্ব নরওয়ের ৩,৮০০ বাসচালক ধর্মঘট শুরু করে। এই ধর্মঘট এখনও চলছে, যোগ দিয়েছেন প্রায় ১০ হাজার বাসচালক।
সুইডেন
মালামায় ফ্যাসিস্ট এবং পুলিশের বিরুদ্ধে জঙ্গি লড়াই চালিয়েছে বিপ্লবী শক্তিরা। রোজেনগারডেনের শ্রমজীবী কোয়ার্টারে ফ্যাসিবাদীরদের একটি কর্মসূচির পর তাদের মোকাবিলা করতে জড়ো হয় ৩০০-রও বেশি বিপ্লবী জনগণ।
স্পেন
শ্রমজীবী অঞ্চলগুলিতে অতিমারির নামে ব্যাপক কারফিউ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মাদ্রিদে স্বতঃস্ফূর্ত সরকার বিরোধী বিক্ষোভ দেখায় জনগণ।
প্রচ্ছদের ছবিটি সুইডেনের বিক্ষোভের।