এক আদিবাসীকে ভুয়ো সংঘর্ষে হত্যা করেছে মধ্যপ্রদেশ পুলিশ, ছত্তীসগঢ়ের মন্ত্রীর চিঠি শিবরাজ পাটিলকে
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ভুয়ো সংঘর্ষ ঘিরে আন্তঃরাজ্য সম্পর্কে চিড়? নাকি রাজ্যের আদিবাসীদের মন জয়ে নতুন নাটক?
ছত্তীসগঢ়ের এক আদিবাসীকে মধ্যপ্রদেশ পুলিশ ভুয়ো সংঘর্ষে হত্যা করেছে এবং অপর একজনকে হত্যার চেষ্টা করেছে। এমনই অভিযোগ জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ পাটিলকে চিঠি দিলেন ছত্তীসগঢ়ের বনমন্ত্রী মহম্মদ আকবর।
ছত্তিশগড়ের কবীরধাম জেলার বালসামুন্দ্রা গ্রামের বাসিন্দা ঝম সিং ধুরভ গত ১৩ সেপ্টেম্বর, রবিবার তাঁর বন্ধু নেমসিংহ ধুরভের সাথে মাছ ধরার জন্য মধ্যপ্রদেশের বালাঘাটের টাইগার রিজার্ভ অঞ্চলে গিয়েছিলেন। সেখানেই সুরক্ষা বাহিনীর চিরুনি তল্লাশির সময় গুলি করে মারা হয় তাকে।
“মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে কানহা রিজার্ভ কোর অঞ্চলে একটি চিরুনি অভিযান চলছিল।সেখানে গুলি চালানোর ফলে লোকটির মৃত্যু ঘটেছে”, জানিয়েছেন বালাঘাট রেঞ্জের আইজি কেপি ভেঙ্কটেশ্বর রাও। তিনি আরও জানিয়েছেন যে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত চলছে।
বনমন্ত্রী আকবর মঙ্গলবার ছত্তীসগঢ়ের রাজ্যপাল আনুশাইয়া উঁইকের কাছে সমস্ত প্রমাণ সহ অভিযোগ জমা করে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন “দু’জন আদিবাসী মধ্যপ্রদেশে মাছ ধরার জন্য গিয়েছিলেন এবং পুলিশ তাদের একজনকে গুলি করে হত্যা করে, অন্য একজন অল্পের জন্য বেঁচে পালিয়ে আসে”। রাজ্যে কংগ্রেসের মুখপাত্র সুশীল আনন্দ শুক্লা বলেছেন, মধ্যপ্রদেশ সরকার কোনো পদক্ষেপ করেনি, উল্টে তারা তাদেরকে ‘মাওবাদী’ বলে অভিহিত করেছে।
ছত্তীসগঢ়ের বিজেপি সভাপতি বিষ্ণুদেব সায়ে বলেছেন, যে গুলিবিদ্ধ ব্যক্তিরা যদি মাওবাদী না হন তবে “যারা গুলি চালিয়েছিল তাদের শাস্তি দেওয়া উচিত”।
গোটা ঘটনায় ছত্তীসগঢ সরকারের সক্রিয়তায় অবকা অনেকেই। ভুয়ো সংঘর্ষে আদিবাসীদের হত্যা সেরাজ্যে খুব চেনা ঘটনা। দীর্ঘদিনের বিজেপি সরকার এবং বর্তমানের কংগ্রেস সরকার, কেউ কারও থেকে পিছিয়ে নেই। এ নিয়ে আদিবাসীদের ক্ষোভও যথেষ্ট। সেই ক্ষোভে মলম দিতেই এই ঘটনা নিয়ে এত সক্রিয়তা বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এটাও ঘটনা যে মধ্যপ্রদেশ বিজেপি-শাসিত। এই সুযোগে রাজনৈতিক সুবিধা পাওয়ারও চেষ্ট করছে কংগ্রেস।