বেলারুশের স্বৈরতান্ত্রিক শাসক লুকাশেঙ্কোর বিরুদ্ধে দেশ জুড়ে গণ অভ্যুত্থান চলছে।সেই অভ্যুত্থানে প্রাথমিক ভাবে ভোটের মাধ্যমে লুকাশেঙ্কোকে হারানোর লক্ষ্য প্রধান হলেও পরিস্থিতি পালটেছে। কারণ নির্বাচনে ব্যাপক কারচুপি করে লুকাশেঙ্কো ক্ষমতায় থেকে গিয়েছেন। বর্তমান সংগ্রামে ক্রমেই প্রধান ভূমিকায় উঠে এসেছে সেখানকার শ্রমিক শ্রেণি। বিভিন্ন কারখানায় টানা ধর্মঘট চলছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পূর্বতন সোভিয়েত ইউনিয়নের দেশগুলির মধ্যে কেবল মাত্র বেলারুশেই পুরনো ধরনের ব্যবস্থা রয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখে রাশিয়া এবং বেলারুশের পুরনো কমিউনিস্ট পার্টিগুলি এই অভ্যুত্থানেও লুকাশেঙ্কোর পক্ষ নিয়েছে। অথচ বর্তমান বেলারুশ রাশিয়ান সাম্রাজ্যবাদের একটি নয়া উপনিবেশ ছাড়া কিছু নয়। এই পরিস্থিতিতে সেখানকার বিপ্লবী ও সংগ্রামী বামপন্থী শক্তিগুলি শ্রমিক শ্রেণির পক্ষ নিয়ে গোটা দুনিয়ার কমিউনিস্টদের প্রতি একটি বিবৃতি দিয়েছে। তা আমরা প্রকাশ করলাম।
প্রিয় কমরেড,
আমরা, বেলারুশিয়ান মার্কসবাদীরা, প্রধানত কমিউনিস্ট এবং বামপন্থী গোষ্ঠী, সংগঠন এবং দলগুলির প্রতিনিধিরা ‘স্ট্রাইকবাই’ উদ্যোগটি সংগঠিত করেছি(লুকাশেঙ্কো বিরোধী শ্রমিক শ্রেণির আন্দোলন- পিপলস ম্যাগাজিন)। এই উদ্যোগের তরফ থেকে সবার কাছে সমর্থন ও সহায়তার আহ্বান জানাচ্ছি।
বেলারুশে সদ্য হওয়া রাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক সঙ্কটের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিরোধী দল ও শাসক উভয়ই এই দ্বন্দ্বকে আরও তীব্র করছে। এর ফলে বেলারুশের জনগণ নজিরবিহীন পুলিশি হিংসার শিকার হয়েছে। লুকাশেঙ্কোর রাজত্বকালের দীর্ঘ বছরগুলিতে, বিশেষত শেষ কয়েক বছরে, সমাজে ক্লান্তি এবং অসন্তুষ্টি বেড়েছে। আমরা দেখেছি আমলাতন্ত্র এবং আদালত কর্তৃক ক্ষমতার অপব্যবহার, জনগণ ও শ্রমিকদের ওপর চাপানো দমনমূলক আইন এবং ক্রমাগত বেড়ে চলা বেসরকারিকরণ।
উদারপন্থী বিরোধীরা, আন্তর্জাতিক পুঁজির নির্দেশে জনগণের ক্রোধকে ব্যবহার করছে এবং লুকাশেঙ্কোর পদত্যাগের দাবি করছে। এই দাবি শান্তিপূর্ণ বিক্ষোভের আঙ্গিকে করা হলেও তা নির্মমভাবে দমন করা হচ্ছে। অসন্তোষের মাত্রা বাড়ছে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস নিত্য সঙ্গী হয়ে উঠছে। বিরোধী দল শাসকের মতোই, যে কোনও উপায়েই ক্ষমতা দখল করতে মরিয়া। এই সময় আমরা প্রত্যক্ষ করছি একদিকে পুঁজিবাদি রাষ্ট্রব্যবস্থা, তার শাসক লুকাশেঙ্কো এবং তাঁর রাষ্ট্রযন্ত্র আর অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধিত্বকারী বিরোধী দলের মধ্যে লড়াই।
বহু বছরের মধ্যে এই প্রথমবার বিরোধীরা শ্রমিকদের ধর্মঘটের ডাক দিচ্ছে। তবে এই ধর্মঘট কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন কর্মক্ষেত্রগুলিতেই করতে বলা হচ্ছে, অথচ বেলারুশিয়ান শ্রমজীবীদের বেশিরভাগই বেসরকারী ক্ষেত্রে কাজ করেন, সেখানকার পরিস্থিতি আরও শোচনীয়।
আমরা কী ধরনের সংহতি চাই?
আমাদেরকে শ্রমিকদের কাছে তাদের অসন্তুষ্টির আসল কারণগুলি তুলে ধরতে হবে। তাদের বোঝাতে হবে টেলিভিশনে যে যাই বলুক, তাদের সমস্যার মূল কারণ লুকিয়ে আছে তাদের প্রকৃত অবস্থায়। এটি কেবল ভোট দিয়ে বা রাষ্ট্রপতিকে উৎখাত করে সমাধান করা যায় না। পরিস্থিতি পালটানোর একমাত্র উপায় হল শ্রমিকদের একটি সংগঠিত শক্তি যারা তাদের শ্রেণির স্বার্থে সংগঠিত হয়ে রুখে দাঁড়াবে। বেলারুশের শ্রমিক শ্রেণি তার শক্তি সম্পর্কে সচেতন হতে শুরু করেছে; তারাই রাস্তায় পুলিশি সন্ত্রাস থামিয়েছিল (সাময়িকভাবে হলেও)। আমাদের এখনই এই লড়াই শুরু করতে হবে, কারণ জনসাধারণ সংগ্রামের জন্য প্রস্তুত।
আমাদের কি প্রয়োজন?
আমাদের রাশিয়ান এবং বেলারুশিয়ান ভাষী কমিউনিস্ট এবং বামপন্থীদের সম্পূর্ণ সহায়তা দরকার। তারা এই আন্দোলন এবং প্রচারে সহায়তা করতে পারে। ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কগুলি আমাদের বক্তব্য ব্যাপক জনগণের কাছে প্রায় ব্যাক্তিগতভাবে সরাসরি পৌঁছে দিচ্ছে। আমাদের এই সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে, আন্দোলন শুরু করতে হবে এবং শ্রেণি সংগ্রামই যে বর্তমান পরিস্থিতির চালিকাশক্তি, তা ব্যাখ্য করতে হবে এবং শ্রমিকদের কাছে তাদের প্রকৃত স্বার্থটা তুলে ধরতে হবে। আমাদের সংগঠনের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের কাজ ভাগ করে নিন এবং আন্দোলন গড়ে তুলুন।
আপনি যদি কোনও সংস্থা বা মিডিয়ার প্রতিনিধি হন তবে সহযোগিতা অব্যাহত রাখতে টেলিগ্রাম অ্যাপে (@zbstSocNet_bot) আমাদের কমরেডদের সাথে যোগাযোগ করুন।
আপনারা আমাদের আবেদন এবং প্রচারের সামগ্রীগুলি আপনার চ্যানেলে প্রচারের মাধ্যমে আমাদের সহায়তা করতে পারেন।
our full solidarity to workingclass of Belarus ..
from Banglades.