Home খবর রাজ্যের ভূমিসংস্কার আইন বদলের প্রতিবাদে কৃষক বিক্ষোভ কর্নাটকে
0

রাজ্যের ভূমিসংস্কার আইন বদলের প্রতিবাদে কৃষক বিক্ষোভ কর্নাটকে

রাজ্যের ভূমিসংস্কার আইন বদলের প্রতিবাদে কৃষক বিক্ষোভ কর্নাটকে
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: রাজ্যের ভূমি সংস্কার আইনে বদল করেছে কর্নাটক সরকার। তার প্রতিবাদে মহিশূর জেলার বেত্তাদাতুঙ্গা গ্রামে বিক্ষোভ দেখালো কয়েকটি কৃষক সংগঠন।

বিক্ষোভে যোগ দিয়েছিল কর্নাটক রাজ্য রায়তা সংঘ, হাসিরু সেনে, বহু গ্রামবাসী এবং বিভিন্ন দলিত নেতা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি দেবরাজ উরসের জন্মস্থান বেত্তাদাতুঙ্গা গ্রাম। গ্রামে ঢোকার মুখে একটি ব্যানারে লেখা ছিল, ‘আমাদের গ্রামের জমি আমাদের, কোনো কর্পোরেট সংস্থা এবং দালাল গ্রামে ঢুকবে না’।

প্রতিবাদী কৃষকদের দাবি, সরকার নতুন আইন বাতিল করুক কিংবা পদত্যাগ করুক। তাদের বক্তব্য, কর্নাটকে ভূমি সংস্কার আইনের এই পরিবর্তন কৃষক সম্প্রদায়ের কাছে মৃত্যুঘণ্টার সমতূল্য। কৃষকরা বলেন, এই সংশোধনী জমি হাঙরদের সুবিধা করে দেবে এবং কৃষি ক্ষেত্রের স্বার্থকে ক্ষুণ্ণ করবে।

প্রতিবাদ সভায় রাজ্য রায়তা কুলি সংঘের সভাপতি কুরুবুরু শান্তাকুমার বলেন, “ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ৩০০ বছর এই দেশ শাসন করেছে। এখন কর্পোরেট সেক্টর দেশ শাসন করছে। কেন্দ্র ও রাজ্য সরকার তাদের হাতের কৃষক বিরোধী নীতি কার্যকর করছে, যা এই অঞ্চলের কৃষকদের ক্ষতি করবে। সরকারের এই কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব”।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *