Home খবর উত্তরবঙ্গ লাগোয়া কিষাণগঞ্জে নকশাল হামলায় হত ১ বিএসএফ অফিসার ও জওয়ান
0

উত্তরবঙ্গ লাগোয়া কিষাণগঞ্জে নকশাল হামলায় হত ১ বিএসএফ অফিসার ও জওয়ান

উত্তরবঙ্গ লাগোয়া কিষাণগঞ্জে নকশাল হামলায় হত ১ বিএসএফ অফিসার ও জওয়ান
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ৩ আগস্ট রাতে ডিউটি সেরে শিবিরে ফিরছিল বিএসএফের দল। সেই সময় নকশালদের বাহিনী হামলা চালায় বাহিনীর ওপর। তাতে মারা যান উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার বাসিন্দা কনস্টেবল অনুজ সাইনি ও তার এক ঊর্ধ্বতন অফিসার। সাহারানপুরের পুলিশ সুপার(শহর) বিনীত ভটনাগরকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রকাশিত হয়েছে নবভারত টাইমস সহ বিভিন্ন হিন্দি সংবাদ মাধ্যমে। ৪ আগস্ট অনুজের পরিবারকে তার মৃত্যুর খবর দেন বিএসএফ কর্তৃপক্ষ।

তবে সংবাদটিতে কিছু বিভ্রান্তির অবকাশ রয়েছে। কারণ, তাতে বলা হয়েছে, ঘটনাস্থল পশ্চিমবঙ্গের কিষাণগঞ্জ জেলা। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম কোনো জেলা নেই। তবে নেপাল লাগোয়া বিহারের কিষাণগঞ্জ জেলার কিছু অংশ এ রাজ্যের উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলার সীমান্তের মধ্যে পড়ে।তাই মনে করা হচ্ছে, ওই দুই জেলার কোথাও ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থার খবরে নির্দিষ্ট ভাবে ‘মাওবাদী’ শব্দটি নেই। তবে সাম্প্রতিক কালে ভারতে মাওবাদীরা ছাড়া অন্য কোনো নকশালপন্থী গোষ্ঠী রাষ্ট্রের কোনো বাহিনীর ওপর হামলা করেনি।

যাই হোক না কেন, বিহার-পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্ত এলাকায় সশস্ত্র বাহিনীর ওপর নকশালপন্থীদের হামলার ঘটনা বহুদিন পর ঘটল।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *