ভারাভারাদের মুক্তির দাবিতে তেলেঙ্গনা বনধ ডাকল মাওবাদীরা
পিপলস ম্যাগাজিন ডেস্ক: বিপ্লবী কবি ভারাভারা রাও সহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করে ২৫ জুলাই তেলেঙ্গনা বন্ধের ডাক দিল সিপিআই(মাওবাদী)-র তেলেঙ্গনা রাজ্য কমিটি। তেলেঙ্গনা রাজ্য কমিটির মুখপাত্র জগনের জারি করে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ভারাভারা, জি এন সাইবাবা ও আর ১২ জন কবি, প্রাবন্ধিক, বুদ্ধিজীবী, সমাজকর্মীকে মিথ্যে মামলায় জড়িয়ে বন্দি করে রেখেছে ব্রাহ্মণ্যবাদী ফ্যাসিবাদী বিজেপি সরকার।
ভারাভারা সহ কয়েক জন রাজনৈতিক বন্দি কোভিডে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন জেলগুলিত কোভিড মহামারি ছড়িয়ে পড়েছে। তা সত্ত্বেও ভারাভারাকে জামিন দিচ্ছে না আদালতগুলি। এর তীব্র সমালোচনা করেছে মাওবাদীরা। তাদের বক্তব্য, ভিমা কোরেগাঁও মামলাটিই ভুয়ো। ভারাভারাদের বন্দি করার পেছনে শুধু বিজেপি নয়, তেলেঙ্গনার কেসিআর সরকারেরও ভূমিকা রয়েছে।
তবে শুধু কবি, সাহিত্যিক সমাজকর্মীদের জামিন নয়, তাদের ওপর থেকে এনআইএ, ইউএপিএ মামলাগুলিও তুলে নেওয়ার দাবি করা হয়েছে। এছাড়া সকল রাজবন্দিদেরই মুক্তি দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। করোনা পরিস্থিতিতে ৬০ বছরের বেশি বয়সি সাধারণ অপরাধীদেরও জামিন দেওয়ার দাবি তুলেছে মাওবাদীরা।
এ সবের পাশাপাশি তেলেঙ্গনার অরণ্য থেকে গ্রে হাউন্ড বাহিনী তুলে নেওয়ারও দাবি করেছে সিপিআই(মাওবাদী)।