‘স্বাস্থ্য সকলের অধিকার’, বললেন মার্কিন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বিডেন, অবাক বামপন্থীরা
পিপলস ম্যাগাজিন ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক স্তরের প্রচারে(প্রাইমারি)মার্কিন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন বলেছিলেন সকলের জন্য স্বাস্থ্যের অধিকারের দাবি ‘বাস্তবোচিত নয়’। কিন্তু তারপর কোভিড মহামারি পালটে দিয়েছে অনেককিছু। তার ছাপ পড়ল বিডেনের বৃহস্পতিবারের নির্বাচনী প্রচারে। এ বছরের শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন।
বৃহস্পতিবার পেনসিলভানিয়ায় ভোটের প্রচার করতে গিয়ে বিডেন বলেন, ‘স্বাস্থ্য সকলের অধিকার’। বিডেনের এমন পরিবর্তনতে হতচকিত হয়ে গিয়েছে সে দেশের বামপন্থী-প্রগতিশীল মহল।
তবে তার এই মত পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। তিনি বলেন, বহু সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে। ফলে সংস্থাগুলি কর্মীদের জন্য যে স্বাস্থ্যবিমা করতে, সেগুলি এখন আর নেই। তাই বহু মানুষ সমস্যায় পড়েছেন। এই অবস্থায় সকলের জন্য স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব রাষ্ট্রের।
অভিবাসী সংগঠনগুলি মনে করছে, যদি সব মার্কিনের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব রাষ্ট্র নেয়, তাহলে মহামারিতে কাজ হারানো বা কাজ হারাতে চলা প্রায় সাড়ে চার কোটি মার্কিন উপকৃত হবেন।
যদিও বিডেন স্বাস্থ্য বিমা শিল্পের পাশাপাশিই এই ‘সকলের জন্য স্বাস্থ্য’ কর্মসূচি কার্যকর করার পক্ষে। অর্থাৎ যারা নানা করাণে বিমার আওতা থেকে বেরিয়ে গেছেন, কেবল তাদের দায়িত্বই রাষ্ট্র নেবে।
এদিনের ভাষণে বিডেন্ বলেন, তিনি যে স্বাস্থ্যনীতির পরিকল্পনা করছেন, তাতে কোনো মার্কিনকে তার বার্ষিক উপার্জনের ৮.৫%-এর বেশি স্বাস্থ্যবিমায় খরচ করতে হবে না।