সেলাম কমান্দান্তে! চে গুয়েভারার ৯৩তম জন্মবর্ষপূর্তিতে শ্রদ্ধার্ঘ্য, ভিডিও
৬০ বছরেরও বেশি আগে ভারতে এসেছিলেন তিনি। কিউবার শিল্পমন্ত্রী হিসেবে, সে দেশের বিপ্লবী সরকারের প্রতিনিধি হিসেবে। কিন্তু এর্নেস্তো ‘চে’ গুয়েভারাকে গুঁজে পাওয়া যাবে না তাঁর সাত বছরের মন্ত্রী জীবনে। তাঁকে খুজতে হবে লাতিন আমেরিকা, আফ্রিকার পাহাড়ে-জঙ্গলে নিপীড়িত জনতার মাঝে। তাঁর অনমনীয় সাম্রাজ্যবাদবিরোধী বিপ্লবী চেতনায়। আত্মত্যাগের মহাকাব্যে। যাকে খুন করেও তাঁর ভাবমূর্তি ব্যবসা করার সুযোগ ছাড়তে পারে না সাম্রাজ্যবাদ। প্রতিটি টি শার্টে চে-র ছবি ছাপার সময় প্রতিবার হেরে যায় তারা ৩৯ বছরের এক যুবকের কাছে।
Post Views:
879