Home খবর আমেরিকায় সিয়াটল শহরের একাংশ দখল করল প্রতিবাদীরা, দক্ষিণপন্থীদের চোখে ‘প্যারি কমিউন’-এর ভূত
0

আমেরিকায় সিয়াটল শহরের একাংশ দখল করল প্রতিবাদীরা, দক্ষিণপন্থীদের চোখে ‘প্যারি কমিউন’-এর ভূত

আমেরিকায় সিয়াটল শহরের একাংশ দখল করল প্রতিবাদীরা, দক্ষিণপন্থীদের চোখে ‘প্যারি কমিউন’-এর ভূত
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: আমেরিকায় বর্ণবাদ বিরোধী প্রতিবাদ আন্দোলন নতুন মাত্রায় পৌঁছল। ওয়াশিংটন প্রদেশের সিয়াটল শহরের ক্যাপিটল হিল অঞ্চল থেকে পুলিশকে উচ্ছেদ করে এলাকা দখল করল প্রতিবাদীরা।

টানা আটদিন প্রতিবাদী আন্দোলনের পর পূর্ব শহরতলির পুলিশ তাদের সদর দফতর ছেড়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি বজায় রাখার জন্যই তারা থানার দখল ছেড়েছে।

থানা দখলের পর শহরের ছটি ব্লককে ব্যারিকেড করেছে ফ্যাসিবাদীবিরোধী শক্তি। ব্যারিকেড পাহাড়া দিচ্ছে সশস্ত্র যুবকরা। এই গোটা কর্মকাণ্ডে যুক্ত রয়েছে নৈরাজ্যবাদী ও সংগ্রামী বামপন্থী শক্তিগুলি। অন্তত এমনই দাবি স্থানীয় সাংবাদিকদের। তবে এই শক্তির রাজনৈতিক চরিত্র এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়।

৯ জুন থেকে ওই এলাকায় পুলিশ নেই। তবে স্থানীয় ব্যবসায়ীরা এলাকা দখলকারী শক্তির প্রতি আস্থা রেখেছেন বলেই জানা গেছে। বাইরের শক্তি থেকে এলাকাকে সুরক্ষিত রাখার জন্য সশস্ত্র স্বেচ্ছাসেবীদের কাছে সাহায্য চেয়েছেন আন্দোলনকারীরা।

ঘেরা অঞ্চলের নাম দেওয়া হয়েছে ‘ক্যাপিটল হিল স্বশাসিত অঞ্চল’ বা ‘ফ্রি ক্যাপিটল হিল’।

পুলিশ, আদালত, শিক্ষা, স্বাস্থ্য, গণ পরিষেবা সহ বিভিন্ন্ বিষয়ে মার্কিন রাষ্ট্রের কাছে একগুচ্ছ দাবি পেশ করা হয়েছে ফ্রি ক্যাপিটল হিল প্রশাসনের তরফে। তবে মূল দাবি হল স্থানীয় পুলিশ ও আদালত ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া।

গোটা ঘটনায় চমকে গেছে মার্কিন সমাজ। দক্ষিণপন্থীরা একে ‘প্যারি কমিউনের’ সঙ্গে তুলনা করছে।

আরও পড়ুন: আমেরিকার সিয়াটলে কীভাবে তৈরি হল ‘মুক্তাঞ্চল’? জেনে নিন ঘটনাক্রম

জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।   

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *