Home খবর ঝাড়খণ্ডে গ্রামবাসীদের আড়াল থেকে মাওবাদীদের গুলি, হত পুলিশ-চৌকিদার
0

ঝাড়খণ্ডে গ্রামবাসীদের আড়াল থেকে মাওবাদীদের গুলি, হত পুলিশ-চৌকিদার

ঝাড়খণ্ডে গ্রামবাসীদের আড়াল থেকে মাওবাদীদের গুলি, হত পুলিশ-চৌকিদার
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: পোরাহাট জঙ্গলে মাওবাদীরা বৈঠক করছে। খবর পেয়ে রবিবার তল্লাশিতে গিয়েছিল ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্বে ছিলেন, অ্যাডিশনাল সুপারিন্টেন্ডন্ট(অপারেশন) প্রণব আনন্দ ঝা ও অ্যাডিশনাল সুপারিন্টেন্ডন্ট নাথু সিং মিনা।

জঙ্গল ঘেরা গ্রাম জনুয়ায় পৌঁছে বড়ো রাস্তার ওপর দাঁড়িয়ে গ্রামবাসীদের কাছে মাওবাদীদের খোঁজখবর নিচ্ছিল যৌথ বাহিনী। সেই সময়, গ্রামের বাড়িগুলির পেছন থেকে গুলি চালানো শুরু করে মাওবাদীরা। গুলিতে ঘটনাস্থলেই মারা যান, নাথু সিং মিনার দেহরক্ষী ও গ্রামের চৌকিদার তথা স্পেশাল পুলিশ অফিসার। গুলি চালাতে চালাতে জঙ্গলে পালিয়ে যায় মাওবাদীরা।

পশ্চিম সিংভূম জেলার পুলিশ সুপার ইন্দ্রজিত মাহাত জানিয়েছেন, গ্রামবাসীদের গুলি লেগে যেতে পারে বলে পুলিশ গুলি চালায়নি। তবে তল্লাশি করে কয়েকটা মাদুর, টুপি, ফাঁকা কার্তুজ পেয়েছে।

মাহাতর দাবি, “এই প্রথম মাওবাদীরা গ্রামবাসীদের আড়াল থেকে আমাদের গুলি করল। আগে তারা জঙ্গল, পাহাড়ের আড়াল থেকে গুলি করত। আমাদের সঙ্গে গ্রামবাসীদের সম্পর্ক খুবই ভালো, গ্রামের মধ্যে যে কোনো তল্লাশি আমরা এড়িয়ে যেতে চাই। এরপর আমাদের নতুন করে কৌশল তৈরি করতে হবে। মাওবাদীরা গ্রামবাসী ও পুলিশের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে চাইছে”।    

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *